শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকৃতিকে ভালোবেসেই জীবিকার পথ গড়েছেন শিবচরের শাহিন শিকদার

মোঃ মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

প্রকৃতির কোলে লুকিয়ে আছে অগণিত সম্ভাবনা। কেউ খুঁজে পায় সৌন্দর্য, কেউ নেয় প্রশান্তি, আর কেউ সেখানে খুঁজে নেয় জীবিকার পথ। মাদারীপুরের শিবচর উপজেলার তরুণ উদ্যোক্তা ও ডিপ্লোমা কৃষিবিদ মোঃ শাহিন শিকদার প্রকৃতিকে ভালোবেসেই খুঁজে পেয়েছেন জীবনের নতুন দিশা।

শাহিন শিকদার প্রাকৃতিক ফুলের মধু আহরণকে শুধু পেশা নয়, একধরনের ভালোবাসা ও দায়িত্ব হিসেবে দেখেন। শিবচর বাজারে তার উদ্যোগের নাম “তাকওয়া শখের দোকান”— নামের মধ্যেই লুকিয়ে আছে তার স্বপ্ন ও ভালোবাসার গল্প।

২০১৮ সাল থেকে তিনি প্রাকৃতিক মধু, খাঁটি গুড় এবং মৌসুমি ফলের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন। সারা বছর তিনি দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান— কখনো সুন্দরবনের গরান ফুলে, কখনো টাঙ্গুয়ার হাওরের ধনিয়া ফুলে, আবার কখনো শীতের শেষে সরিষার সোনালি মাঠে। উদ্দেশ্য একটাই— বিশুদ্ধ ও প্রাকৃতিক ফুলের মধু সংগ্রহ করা।

শাহিন শিকদার জানান, মৌচাষিদের কাছ থেকেই তিনি সরাসরি মধু সংগ্রহ করেন এবং আহরণের পুরো প্রক্রিয়াটি নিজেই তদারকি করেন। তার ভাষায়,

“আমি চাই মানুষ জানুক, প্রকৃতির কাছ থেকে নেওয়া জিনিসেই সবচেয়ে বেশি বিশুদ্ধতা। আমি নিজে মাঠে যাই, মৌচাষিদের সঙ্গে থাকি, তারপর মধু সংগ্রহ করি। আমার একটাই নীতি— ভালো জিনিস নিজের চোখে দেখে, ভালোবাসা দিয়ে ভোক্তার হাতে তুলে দিই।”

মধু আহরণের প্রক্রিয়া শুরু হয় নির্দিষ্ট ফুল ফোটার সময় অনুযায়ী মৌবাক্স স্থাপনের মাধ্যমে। প্রতিটি মৌবাক্সে হাজার হাজার মৌমাছি নিরলসভাবে কাজ করে ফুল থেকে মধুরস সংগ্রহ করে। প্রায় দুই সপ্তাহ পর চাকের ভেতরে মধু ঘন হয়ে এলে ফ্রেমগুলো তুলে এনে মোমের আবরণ সরিয়ে বিশেষ মেশিনে রাখা হয়, যাতে চাক না কেটে মধু সংগ্রহ করা যায়।

এরপর মধু প্রাকৃতিকভাবে ঘন করা হয়— কোনো রাসায়নিক বা সংরক্ষণকারী ব্যবহার করা হয় না। বিশুদ্ধ মধু বোতলে ভরে বিক্রি করা হয় স্থানীয় ও অনলাইন ক্রেতাদের কাছে।

শিবচর বাজারের ব্যবসায়ীরা জানান, “তাকওয়া শখের দোকান” থেকে পাওয়া মধু স্থানীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। শহর ও গ্রামের মানুষ সমান আস্থায় তার পণ্য ক্রয় করে থাকেন।

তরুণ উদ্যোক্তা শাহিন শিকদার বিশ্বাস করেন, প্রকৃতির সঙ্গে বন্ধন রেখে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। তার লক্ষ্য, স্থানীয় যুবকদের নিয়ে মধু আহরণ ও মৌচাষে একটি সংগঠিত উদ্যোগ গড়ে তোলা, যাতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়।

প্রমত্তা পদ্মার তীরে গড়ে ওঠা শিবচরে শাহিন শিকদারের মতো তরুণরা দেখাচ্ছেন— প্রকৃতিকে ভালোবেসে জীবন গড়া যায়, আবার স্বপ্নও ছোঁয়া যায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩