বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই গবেষণায় চবির নতুন রেকর্ড, স্কোপাসে ৬১৫ প্রবন্ধ প্রকাশ নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা থেকে বঞ্ছিত ঈদগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা মোংলায় যৌথ বাহিনীর অভিযানে বিদেশি মদ ও নগদ অর্থসহ নারী আটক শ্রীবরদীর কলাকান্দায় হাতপাখা প্রতীকের প্রার্থীর জনসচেতনতামূলক সভা কুবিতে আন্তঃবিভাগ ভলিবল চ্যাম্পিয়ন লোক প্রশাসন ও বাংলা বিভাগ মোংলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’র ২৩ বছর পূর্তি

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘জলসিঁড়ি’ আজ(২৫ সেপ্টেম্বর) ২৩ বছরে পদার্পন করেছে।‘জলসিঁড়ি’ সাংস্কৃতিক সংগঠনটি ২০০২ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে একটি ছোট্ট সঙ্গীতানুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে।

প্রতিষ্ঠার শুরুর সময় বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ছিল শান্ত ও স্নিগ্ধ। শিশির ভেজা শিউলি ফুলের সৌরভ, ঝিরঝিরে হাওয়া এবং সঙ্গীতের আবেশে সেদিন নতুন স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল ‘জলসিঁড়ি’। নাম নির্ধারণের জন্য কিছুদিন অপেক্ষা করতে হলেও অবশেষে ‘জলসিঁড়ি’ নামেই আত্মপ্রকাশ করে সংগঠনটি। তাদের মূল স্লোগান ছিল— “আমরা শ্রম ও মেধায় বাবুই পাখির মতো সৃষ্টিশীল হতে চাই।” পাশাপাশি ট্যাগলাইন গ্রহণ করা হয়— “জলসিঁড়ি— একটি মননশীল শিল্পচর্চা কেন্দ্র।”

সংগঠনের আত্মপ্রকাশের সময়েই লেখা হয়েছিল এর থিম সং—
“আমাদের কলরবে,
মুখরিত হয় যদি তোমাদের মন—
হৃদয়ের দাবি নিয়ে জলসিঁড়ি’র
এই আয়োজন॥ (অংশবিশেষ)”

প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি অনন্য বৈশিষ্ট্য নিয়ে পথচলা শুরু করে। যেখানে অন্য সংগঠনগুলো নির্দিষ্ট বিষয়ে কাজ করছিল, সেখানে জলসিঁড়ি ঘোষণা দেয় যে তারা শিল্পকলার সকল শাখা— নাটক, গান, লিটল-ম্যাগাজিন, আবৃত্তি, চিত্রকলা এবং নৃত্যকলা— সবকিছু নিয়েই কাজ করবে।

কর্মীদের নিবেদিত প্রচেষ্টায় ‘জলসিঁড়ি’ হয়ে ওঠে এক শুদ্ধ শিল্পচর্চার কেন্দ্র। ক্যাম্পাসে টিকিটের বিনিময়ে গান ও নাটক দেখার ব্যবস্থা, হাতে আঁকা পোস্টারের মাধ্যমে প্রচারণা এবং প্রেজেন্টেশনে অভিনবত্ব আনার মাধ্যমে সংগঠনটি নিজস্ব অবস্থান তৈরি করে নেয়।

২৩ বছরের দীর্ঘ পথচলায় ‘জলসিঁড়ি’ গড়ে তুলেছে অসংখ্য কর্মী, যারা সংগঠনকে সমৃদ্ধ করেছেন পাশাপাশি নিজেরাও হয়েছেন আত্মপ্রত্যয়ী। সংগঠনের সদস্যরা বিশ্বাস করেন, বিভাগের সীমা ছাড়িয়ে শিক্ষার্থীরা সাংস্কৃতিক চর্চায় অনুপ্রাণিত হবেন এবং বাঙালিয়ানার আবেশ ছড়িয়ে দেবেন দেশ থেকে দেশান্তরে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সংগঠনের বর্তমান নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, আগামীতেও ‘জলসিঁড়ি’ তার শুদ্ধ শিল্পচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে মুখরিত করে রাখবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩