বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

কুবির বিজ্ঞান অনুষদের ৩৪ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞান অনুষদের পাঁচটি বিভাগের মোট ৩৪ জন মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এই বৃত্তি প্রদান করা হয়।

ফার্মেসি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাকিয়া আক্তার ও মাহমুদুল হাসান শাহেদের সঞ্চালনায় পবিত্র কুরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম। এছাড়া পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার, পরিসংখ্যান বিভাগের প্রধান অধ্যাপক ড. দুলাল চন্দ্র নন্দী, রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহাদাৎ হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের প্রধান অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ।

প্রক্টর ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ‘শিক্ষা আমাদের জন্য ফরজ। তবে এমন শিক্ষা নয়; যা মানুষের ক্ষতি করে। সবসময় নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। আজকের প্রাপ্ত বৃত্তি তোমরা সঠিকভাবে কাজে লাগাবে, মা–বাবার জন্যও কিছু অংশ ব্যয় করবে। তাদের দোয়া ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয়। এই মেধা ধরে রেখে দেশ ও জাতিকে এগিয়ে নেবে এটাই আমাদের প্রত্যাশা।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‘বিশ্ববিদ্যালয় বাছাইকৃত কিছু শিক্ষার্থীকে বিশেষ মর্যাদা দিয়েছে। এটি তাদের উদ্দীপনা আরও বাড়িয়ে তুলবে। এই অর্জনে তোমাদের যে শ্রম রয়েছে, সেটিকে কাজে লাগিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তোমাদের সেই শক্তি, সাহস ও মনোবল আছে। এই রকম করে যদি কিছু মানুষ তৈরি তাহলে পদ হারাবে না বাংলাদেশ। আমি আশা রাখি তোমরা সত্য ন্যায়ের পথে থেকে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ‘আজ যারা বৃত্তি পেয়েছো সবাইকে অভিনন্দন! এটি তোমাদের পড়াশোনায় আরও মনোযোগী করবে এবং অন্যদেরও উৎসাহিত করবে। বর্তমানে সব বিভাগেই ওবিই কারিকুলামে পড়ানো হচ্ছে। এর তিনটি ডোমেইন হচ্ছে জ্ঞান ও চিন্তার বিকাশ, নৈতিকতা বৃদ্ধি এবং প্রায়োগিক জ্ঞান অর্জন। এগুলো অর্জন করতে পারলেই পূর্ণাঙ্গ শিক্ষা লাভ সম্ভব। তোমরা ভালো মানুষ হও, নৈতিক চরিত্রের অধিকারী হও। আমি তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

অনুষ্ঠানের সভাপতি ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ বলেন, ‘আজকের এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। তোমরা যারা বৃত্তি গ্রহণ করছ, এটি একটি চ্যালেঞ্জও বটে। কারণ এটি কেবল একটি সেশনের জন্য প্রদান করা হচ্ছে। আগামী বছর যদি না পাও, তাহলে প্রশ্ন থেকে যাবে। আশা রাখি, তোমরা এই মেধার স্বাক্ষর ধরে রাখবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাই এমন সুন্দর আয়োজন করার জন্য।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩