বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

খুবিতে ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খুবি প্রতিনিধি:

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ম্যাথ ক্লাবের উদ্যোগে ‘মাইন্ড ওভার ম্যাথ’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের ০১ নং একাডেমিক ভবনের গণিত ডিসিপ্লিনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি স্কুলের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল আলম।

এসময় তিনি বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ম্যাথ ক্লাব শিক্ষার্থীদের জন্য বিরাট সুযোগের পথ উন্মোচন করবে। এই ক্লাব শুধুমাত্র ম্যাথ ডিসিপ্লিনই নয় অন্যান্য ডিসিপ্লিনের মধ্যে সুসম্পর্ক ও সংযোগ স্থাপনে সহায়তা করবে। যা ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” তিনি আরও বলেন,“ একটি ক্লাব পরিচালনা করতে অর্থের প্রয়োজন হয়। তাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ সকল শিক্ষক-শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে আরও সফলভাবে এবং বড়ও পরিসরে ক্লাবটি পরিচালিত হতে পারে।”

এছাড়াও গণিত ডিসিপ্লিনের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী বলেন,“ আজকের এই অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে। আমি বিজয়ীদের শুভকামনা জানাচ্ছি। আশাকরি এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের গণিত চর্চা সমৃদ্ধ হবে এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ক্লাবটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। ”

তাছাড়াও বিশেষ অতিথি হিসেবে গণিত ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ মাহমুদ আলম, অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, অধ্যাপক ড. সরদার ফিরোজ আহম্মেদ, অধ্যাপক ড. আরিফুল ইসলাম ও খুলনা বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মুনসি শহীদ আনিস।

এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন গণিত ডিসিপ্লিনের ২৪ ব্যাচের শিক্ষার্থী আকিব শাহরিয়ার জিদান, দ্বিতীয় স্থান অধিকার করেন গণিত ডিসিপ্লিনের ২৫ ব্যাচের আহনাব ও আহসান হাবিব এবং তৃতীয় স্থান অধিকার করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী শাহরিয়ার কবির।

অনুষ্ঠানের সভাপতি তাসবিহা তাবাসসুম পরমা বলেন, “ম্যাথ ক্লাব আমাদের একটা স্বপ্নের নাম। শুরুতেই আমাদের প্রয়াশ ছিল এধরনের ক্লাব প্রতিষ্ঠা করার। যেখানে গণিত চর্চা, রিসার্চ ও সুদূরপ্রসারী কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী ম্যাথ কমিউনিটি গড়ে উঠবে।” সবশেষে তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩