শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ১০:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে সাংবাদিক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মানববন্ধন জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা শিবগঞ্জে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে? জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন মোহনগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নতুন নেতৃত্ব কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য সাংবাদিকদের মারার হুমকি দেওয়া ছাত্রদল নেতাকে শোকজ নোটিশ শিবগঞ্জে প্রেম, কলহ ও রহস্যজনক পরিস্থিতিতে ৩ জনের মৃত্যু ছাত্রদল নেতার হাতে হেনস্তা: সাংবাদিকদের নিরাপত্তা প্রশ্নে উঠলো ক্যাম্পাসে গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে ৪ ডাকাত গ্রেফতার আমতলীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ দিবস পালিত আরব নগর মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান ভূরুঙ্গামারীতে লাইসেন্সবিহীন দুই ক্লিনিক সিলগালা, জরিমানা তিন দিন পর পাওয়া গেছে শিশু মুনতাহার লাশ কটিয়াদীতে কেজি স্কুলের ঔদ্ধত্যপূর্ন আচরন ও অন্যায় আবদারের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

শাহজাদপুরে বাঘাবাড়ি মিল্ক ভিটার নতুন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন রমজান উপলক্ষ্যে দুগ্ধ সংগ্রহ বৃদ্ধির জন্য বাঘাবাড়িঘাট, ভাঙ্গুড়া, লাহিড়ীমোহনপুর ও শাহজাদপুর পূর্বাঞ্চল এলাকার সমবায়ীদের সাথে নব গঠিত মিল্ক ভিটার অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে মিল্ক ভিটা চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নব গঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি কমান্ডার জাহিরুল আলীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয়ের উপ-সচিব ও কমিটির সদস্য আরমান হায়দার। নব-গঠিত কমিটির সদস্য জেড ওয়াই খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত এবং সদস্য মোস্তাফিজুর রহমান মনির সঞ্চালনার এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউএনও কামরুজ্জামান, সিরাজগঞ্জ চেম্বার এন্ড কমার্সের সভাপতি ও বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চু, মিল্কভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পরিচালক নজরুল ইসলাম নকির, প্রাথমিক সমিতির এ্যাডঃ রায়হান আলী, আব্দুর রউফ, আবুল কালাম আজাদ চৌধুরী, আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

বক্তারা বলেন, বিগত সরকারের আমলে স্বৈরাচারী শেখ হাসিনার চাচা শেখ নাদির হোসেন লিপু চেয়ারম্যান থাকাবস্থায় বিভিন্ন ভূয়া প্রকল্প করে তিনিসহ অন্যান্যরা শত শত কোটি টাকা লুটপাট করে মিল্কভিটাকে ধ্বংস করে গিয়েছে। দুধ নাই অথচ বিভিন্ন সমিতির নামেও লুটপাট করা হয়েছে। বক্তারা দুধ নাই এমন সব সমিতি বন্ধসহ মিল্কভিটা লুটপাটের বিচার দাবি করেছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের বরাবর সমবায় উপদেষ্টার নির্দেশনা হলো মিল্কভিটাকে সততার সাথে সঠিক পথে পরিচালনা করতে হবে। আমরাও তাই করতে চাই এতে সমবায়ীদের সহযোগীতা প্রয়োজন। আমি কথা দিচ্ছি, মিল্কভিটার কোন অলাভজনক প্রকল্প অথবা কোন রুগ্ন সমিতি থাকবে না অবশ্যই সে গুলো বন্ধ করে দেয়া হবে।
অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের প্রাথমিক সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩