মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে সার্বজনীন দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে প্রস্তুতিমূলক সভা ইবিতে রিয়েল এস্টেট বিরোধ নিষ্পত্তি শীর্ষক পিএইচডি সেমিনার এনসিপি কুড়িগ্রাম সদরের ৮নং পাঁচগাছি ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহরের দাবিতে কুড়িগ্রামে কেজিইউজের মানববন্ধন কুড়িগ্রামে ব্র্যাকের সিআরএ দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্ম পরিকল্পনা বৈধকরণ কর্মশালা অনুষ্ঠিত মাকসু’র প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা প্রশাসনের: ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে রাজৈরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সারের কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত বাকেরগঞ্জে দশম শ্রেণীর শিক্ষার্থী নিখোঁজ দুই মাসের ব্যবধানে বেরোবি’র ৩ শিক্ষার্থীর আত্মহত্যা মাভাবিপ্রবিতে ছাত্রশিবিরের ৫২ দফা সংস্কার প্রস্তাবনা মাদারীপুর সরকারি কলেজ শাখার কর্মচারীদের ৪ দফা দাবিতে মানববন্ধন চাঁদাবাজির ঘটনায় ল্যাব অপারেটর আহত রাজৈরে সিঙ্গারা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার মাদারীপুর জেলা প্রশাসক ইয়াছমিন আক্তার বদলি ‎দুমকীতে ছাত্রদল নেতার বহিষ্কার প্রত্যাহারের দাবিতে জেলায় জরুরী সাংগঠনিক সভা নাসিরনগরে প্রশাসনের অভিযানে ২০০ বস্তা সরকারি চাল জব্দ, আটক দুই জন ছেলের পাসপোর্ট করতে গিয়ে পিতা নিহত এনসিপি কুড়িগ্রাম সদরের ৯নং যাত্রাপুর ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মাকসু’র প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা প্রশাসনের: ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধনে

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (মাকসু) গঠন ও নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাকসু আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আক্তারুজ্জামান সাজু বলেন, আমরা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে সংগ্রাম করে আসছি। আমাদের সুস্পষ্ট দাবিগুলো হলো (১) গঠনতন্ত্র প্রণয়ন, (২) নির্বাচনী রোডম্যাপ প্রকাশ, (৩) অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন। কিন্তু দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নামমাত্র একটি কমিটি গঠন করলেও এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করেনি। আমরা গত রবিবার পর্যন্ত সময়সীমা দিয়েছিলাম। প্রতিবারের মতো এবারও প্রশাসন প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি।

তিনি আরও বলেন, পূর্ব ঘোষিত সতর্কবার্তার ভিত্তিতে আজ আমরা মানববন্ধন কর্মসূচি পালনে বাধ্য হয়েছি। এই কর্মসূচি আমাদের দৃঢ় অবস্থানের প্রকাশ। তবে আমরা শিগগিরই বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দরবার হলে একটি ছাত্র সম্মেলনের আয়োজন করব। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে মাকসুর রূপরেখা কেমন হতে পারে তা নিয়ে আলোচনা হবে। খুব দ্রুতই আমরা সম্মেলন আয়োজক কমিটি গঠন করে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. ইমাম হোসেন বলেন, রিজেন্ট বোর্ডের অনুমোদনক্রমে একটি উচ্চতর কমিটি এ বিষয়ে কাজ করছে। ইতোমধ্যে একটি সভাও অনুষ্ঠিত হয়েছে। কমিটি মাকসু-সংক্রান্ত আইনি দিক ও গঠনতন্ত্র প্রণয়ন নিয়ে কাজ করছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে কমিটির আহ্বায়ক বা সদস্য সচিবের সাথে কথা বলা যেতে পারে।

মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ না থাকায় তারা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশাসন দ্রুত নির্বাচনী রোডম্যাপ প্রকাশ না করলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩