মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান শিক্ষক নেই ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের, ব্যাহত হচ্ছে শিক্ষায় পাঠদান কুবিতে আসন সংখ্যা কমিয়ে নতুন ১৮ বিভাগ ও ৪ ইন্সটিটিউট চালুর সুপারিশ কুবি শিক্ষার্থী ও তার মা হত্যার তদন্তে বিক্ষোভ মিছিল শেষে স্মারকলিপি প্রদান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : প্রধান উপদেষ্টা কুড়িগ্রামে মৎস্য বিভাগ ও প্রাণিসম্পদ বিভাগে সাথে নারী কৃষকদের আলোচনা সভা পীর শাহ সুফি নূর মোহাম্মদ (রহঃ) এর ২৯তম মৃত্যুবার্ষিকী কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্যায় শিক্ষার্থীদের দুর্ভোগ শিক্ষার্থীদের নিরাপত্তায় কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা কুড়িগ্রামে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ নিতে হাসপাতাল পরিদর্শনে এনসিপির নেতৃবৃন্দ কুবি শিক্ষার্থী সুমাইয়াকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, আসামির স্বীকারোক্তি মাভাবিপ্রবি কোয়ালিটি রিভিউ ও র‌্যাঙ্কিং কমিটির সভা ও ওয়েবিনার অনুষ্ঠিত পরিবহন সংকট নিরসনে বেরোবিতে যুক্ত হলো ৭টি বাস মাভাবিপ্রবিতে ৪ জন আজীবনসহ ১৯ জন বহিষ্কার মারিশ্যা–দীঘিনালা সড়ক সম্প্রসারণের জোর দাবি এলাকাবাসীর ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার ঢাবি সলিমুল্লাহ হল সংসদে এজিএস নির্বাচিত হলেন এনায়েতপুরের শাহীন আলম পটুয়াখালী দুমকী প্রেসক্লাবের নেতৃত্বে আবুল হোসেন ও সাইদুর খান জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি

কুবিতে আসন সংখ্যা কমিয়ে নতুন ১৮ বিভাগ ও ৪ ইন্সটিটিউট চালুর সুপারিশ

সানজানা তালুকদার, কু্বি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ৮৯তম অ্যাকাডেমিক কাউন্সিল মিটিংয়ে সার্বিকভাবে আসনসংখ্যা কমানোসহ অর্গানোগ্রামে আরও ১৮টি বিভাগের অন্তর্ভুক্তি, চারটি ইন্সটিটিউট চালু, ১২টি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর সুপারিশ করা হয়েছে।

রবিবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়গুলো নিশ্চিত করেন।

জানা যায়, ল্যাব বেইজড বিভাগগুলোতে আসন সংখ্যা ৪০টি এবং ল্যাববিহীন বিভাগগুলোতে ৫০টি আসন রাখার সুপারিশ করা হয়েছে।

এছাড়া, নতুন আরও ১৮টি বিভাগের অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলো হলো–পরিবেশ বিজ্ঞান বিভাগ, জৈব রসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগ এবং জৈবপ্রযুক্তি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত গুলো হলো– সমাজবিজ্ঞান বিভাগ, জনসংখ্যা বিজ্ঞান বিভাগ এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। কলা ও মানবিক অনুষদভুক্ত গুলো হলো–ইসলামিক স্টাডিজ ও সংস্কৃতি বিভাগ, ইতিহাস বিভাগ এবং দর্শন বিভাগ।

ব্যবসায় অনুষদভুক্তগুলো হলো– পর্যটন ও আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগ, ব্যবসায়িক তথ্যবিজ্ঞান বিভাগ, আন্তর্জাতিক ব্যবসা বিভাগ এবং লজিস্টিক ও মার্চেন্ডাইজিং বিভাগ। প্রকৌশল অনুষদভুক্তগুলো হলো– বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ, রাসায়নিক প্রকৌশল বিভাগ, পুরকৌশল বিভাগ এবং যন্ত্রকৌশল বিভাগ। আইন অনুষদভুক্ত বিভাগটি হলো অপরাধবিদ্যা বিভাগ।

পাশাপাশি চারটি ইন্সটিটিউট গঠনের সুপারিশ করা হয়। ইন্সটিটিউটগুলো হলো আধুনিক ভাষা ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, কুমিল্লা বিশ্ববিদ্যালয় উন্নত গবেষণা কেন্দ্র এবং অ্যাকাডেমিক মান বৃদ্ধি কেন্দ্র।

এছাড়া এগুলোর গঠন কাঠামোও সুপারিশ করা হয়েছে।

এর মধ্যে আধুনিক ভাষা ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এর জন্য পরিচালক হিসেবে একজন অধ্যাপক, নিয়মিত অধ্যাপক দুইজন, তিনজন সহযোগী অধ্যাপক, সেকশন অফিসার বা ম্যানেজার একজন, প্রশাসনিক কর্মকর্তা একজন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট একজন, অফিস সহায়ক দুইজন এবং একজন ক্লিনার।

এছাড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয় উন্নত গবেষণা কেন্দ্র, অ্যাকাডেমিক মান বৃদ্ধি কেন্দ্র– এদুটোর জন্য পরিচালক হিসেবে একজন অধ্যাপক, অতিথি অধ্যাপক থাকবেন একজন, অতিরিক্ত পরিচালক হিসেবে একজন অধ্যাপক অথবা সহযোগী অধ্যাপক, সেকশন অফিসার অথবা ম্যানেজার হিসেবে একজন, প্রশাসনিক কর্মকর্তা একজন, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট একজন, অফিস সহায়ক দুইজন এবং ক্লিনার-১ জন।

তাছাড়া ১২টি বিভাগে পিএইচডি ডিগ্রি চালুর প্রস্তাবনা রাখা হয়েছে। প্রতিটি বিভাগে ন্যূনতম ২৬ জন করে শিক্ষক রাখার ব্যাপারেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে রেজিস্ট্রার অধ্যাপক ড. আনোয়ার হোসেন জানান, ‘আমরা মিটিংয়ে আলোচনায় এগুলো সুপারিশ করেছি। আর অর্গানোগ্রাম অনুসারে বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের জন্য ছাড়পত্র চায়, তারপর কমিশন (ইউজিসি) যদি অনুমোদন দেয়, তখন সেটা অর্গানাগ্রামে যুক্ত হয়। অর্গানোগ্রামে থাকলেই যে বিভাগ হয়ে যাবে, এমন না। একটা অনুমোদন দিয়ে রাখে।

এই অনুমোদনের আলোকে আবার যখন দরখাস্ত দেওয়া হয়, তখন কমিশন বসে সিদ্ধান্ত নেবে।’

তিনি আরও জানান, ‘ইউজিসি আমাদের নির্দেশনা দিয়েছে আসন সংখ্যা কমাতে, যাতে কোয়ালিটি এডুকেশনের নিশ্চিত হয়। তারা ল্যাব বেজড বিভাগের জন্য ৪০ টি আসন এবং ল্যাববিহীন বিভাগের জন্য ৫০ টি আসন বরাদ্দ দেওয়ার নির্দেশনা দিয়েছে।’

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, ‘অনেকগুলি সিদ্ধান্তই নেওয়া হয়েছে। তবে এখনি না দেখে বলা যাচ্ছে না। রেজ্যুলেশন পাশ হলে বিস্তারিত বলতে পারব।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩