শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত

মো.জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (বুধবার) ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রসাশন।
‎নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম ফায়েজ। বক্তব্যে তিনি বলেন, তোমরা এখন এমন এক যাত্রায় পা রাখলে যেখানে জ্ঞান, গবেষণা, সৃজনশীলতা আর মানবিক মূল্যবোধের সমন্বয়ে গড়ে উঠবে তোমাদের ভবিষ্যৎ। বিশ্ববিদ্যালয় জীবন শুধু বইপত্র আর পরীক্ষার মাঝে সীমাবদ্ধ নয়, এটি হলো মুক্তচিন্তা, উদারতা, সামাজিক দায়বদ্ধতা এবং নেতৃত্ব বিকাশের এক মহাসমুদ্র।
আমাদের দেশের মহান নেতা মাওলানা ভাসানী আজীবন নিপীড়িত মানুষের পাশে থেকেছেন। তাঁর আদর্শই ছিল সাধারণ মানুষের কল্যাণে শিক্ষা ও সংগ্রামকে কাজে লাগানো। তাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও উচিত সেই চেতনাকে ধারণ করে জ্ঞানকে সমাজের উন্নয়নে কাজে লাগানো। প্রযুক্তি ও বিজ্ঞানের এই যুগে তোমাদের হাতে রয়েছে দেশের অগ্রগতির চাবিকাঠি। নতুন গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা নিয়েই তোমাদের এগোতে হবে। তবে সেই সঙ্গে সততা, দেশপ্রেম ও মানবিকতা যেন সবসময় তোমাদের পথপ্রদর্শক হয়।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. তানজীমউদ্দিন খান বলেন, আজকের এই নবীনবরণ অনুষ্ঠান আমাদের সকলের জন্য এক আনন্দঘন মুহূর্ত। প্রিয় নবীন শিক্ষার্থীরা তোমাদের স্বপ্ন, লক্ষ্য আর আত্মবিশ্বাস নিয়ে আজ থেকে শুরু হলো বিশ্ববিদ্যালয় জীবনের এক নতুন অধ্যায়। এই শিক্ষা-অঙ্গনে প্রবেশের মাধ্যমে তোমরা শুধু নিজের জন্য নয়, বরং দেশ ও সমাজের জন্যও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছো। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের আলো ছড়ায় না, এটি তোমাদের সৃজনশীলতা, মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তোলার এক বিশাল ক্ষেত্র। তোমাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে সততা, পরিশ্রম ও দৃঢ়তার প্রতীক। মনে রেখো উচ্চশিক্ষার আসল উদ্দেশ্য কেবল ডিগ্রি অর্জন নয়, বরং একজন সৎ, দক্ষ ও মানবিক মানুষ হওয়া।
নবীন শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন ফার্মেসী বিভাগের ২৪-২৫ সেশনের শিক্ষার্থী শাহ মো.মাহিন চৌধুরী এবং ফারিহা মেহজাবীন আদিবা।
অনুষ্ঠানের সভাপতি ছিলেন মাভাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। অনুষ্ঠানের আহব্বায়ক হিসাবে অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং সদস্য সচিব হিসেবে অধ্যাপক ড. মো. ফজলুল করীম দায়িত্ব পালন করেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃ্ন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রেজিস্ট্রারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীবৃ্ন্দ। ‎ এতে প্রায় ৮০০ নবীন শিক্ষার্থীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. ওয়ালী উল্লাহ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩