বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাভাবিপ্রবিতে ২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠিত জয়পুরহাটের কালাই ডায়াবেটিক সমিতির মতবিনিময় সভা জয়পুরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলাম বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি কুড়িগ্রামে নবাগত ডিসিকে ফুলের শুভেচ্ছা জানালো এবি পার্টি নেতৃবৃন্দ শিবচরে মায়ের হাতে ৩ মাসের শিশুকন্যা হত্যা, মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ আল্লাহর রসুল (স:) কে উম্মতের জন্য নেয়ামত হিসেবে প্রেরণ করেছেন- সৈয়দ জুননুরাইন বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে জাতীয় পার্টির কাঁধে ভর করে ফ্যাসিবাদের উত্থান চেষ্টা: আবদুল হালিম নজরুল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো ছাত্র সংসদ নিয়ে উন্মুক্ত আলোচনা সত্য সংবাদ ও কুয়েটের ভাবমূর্তি রক্ষায় নতুন মাত্রা: ‘কুয়েট সাংবাদিক সমিতি’ চালু মাদারীপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শিবচরে মাকে অচেতন করে তিন মাসের শিশুকে অপহরণের অভিযোগ ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার মাভাবিপ্রবিতে শহীদ স্মৃতি পাঠচক্র ক্লাবের নতুন কমিটি ঘোষণা দিনে-রাতে গাছ কাটছে অসাধু চক্র হুমকির মুখে কুয়াকাটার গঙ্গামতির চর নারী নিপীড়নের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ নাসির নগরে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত, কুড়িগ্রামে দুর্নীতি বিরোধী চিত্রাঙ্কন, রচনা বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই, জাকসু প্রধান নির্বাচন কমিশনার

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন। রবিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে সভাটি শুরু হয়।

এসময় ডোপ টেস্ট, সাইবার বুলিং, ভোটার লিস্ট, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন ও লেবেল প্লেয়িং ফিল্ডসহ নানা বিষয়ে শিক্ষার্থীরা আলোচনা করেন।

এরই ধারাবাহিকতায় জাকসুতে বাগছাস নেতৃত্বাধীন ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ এর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম বক্তব্য রাখেন। তার বক্তব্যে তিনি নির্বাচন কমিশনকে ‘ইনএফিশিয়েন্ট’ (অদক্ষ) বলে মন্তব্য করেন।

তৌহিদ মোহাম্মদ সিয়ামের মন্তব্যের প্রেক্ষিতে জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান বলেন, “আমরা মরে গিয়ে নির্বাচন করতে দায়বদ্ধ নই।”

প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্যের প্রতিবাদে মতবিনিময় সভা ওয়াকআউট (বয়কট) করেন বাগছাস নেতৃত্বাধীন ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ এর একাংশ। তখন সভায় ব্যাপক গোলযোগ তৈরি হয়।

ওয়াকআউট এর ব্যাপারে ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’ এর শিক্ষা ও গবেষণা সম্পাদক পদপ্রার্থী ফারহানা বিনতে জিগার বলেন, “যেহেতু প্রধান নির্বাচন কমিশনার মরে গিয়ে জাকসু নির্বাচনের দায়িত্ব নিতে পারবেন না, সেহেতু আমাদের এই সভায় থাকা কোনো গুরুত্ব বহন করে না। তার এই মন্তব্য দায়িত্বহীনতার বহিঃপ্রকাশ। এই নির্বাচন কমিশন থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি না। তাই আমাদের জোটের অনেক প্রার্থী সভা ওয়াকআউট করেন।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩