শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক শ্রীবরদীতে তালা ভেঙ্গে পরীক্ষা নিলেন ইউএনও মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা প্রার্থিতা স্থগিতের পর নতুন চমক, নাদিরা মিঠু বিএনপির মনোনীত প্রার্থী কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ দোয়ারাবাজার সীমান্তে চেলা নদীতে বালু উত্তোলনকালে মাটি চাপায় যুবক আহত মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা চারঘাটে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত লালপুরে ছেলের প্রতি অভিমান, মায়ের মর্মান্তিক আত্মহত্যা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে সলিয়াবাকপুরে শ্রমিকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

৩৫ বছর পর চাকসু নির্বাচন, ১২ সেপ্টেম্বর ভোট গ্রহণ

সালাহ উদ্দিন আহমেদ, চবি প্রতিনিধিঃ

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ই অক্টোবর চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৮ শে আগস্ট (বৃহস্পতিবার) বিকাল ৩টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন চাকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এর ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর (সোমবার) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং পরবর্তী ধাপে ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি জানানো যাবে। আপত্তি নিষ্পত্তি শেষে ১১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রার্থিতা মনোনয়নের প্রক্রিয়া শুরু হবে। আগ্রহী প্রার্থীদের ১৪ ই সেপ্টেম্বর (রবিবার) থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে এবং পরদিন থেকেই মনোনয়নপত্র বিতরণ সহ জমাদান একইসাথে নেওয়া হবে। মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের শেষ তারিখ ১৬ ও ১৭ ই সেপ্টেম্বর।

১৮ ই সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা ও ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এরপর নির্বাচন কার্যক্রম চূড়ান্ত ধাপে ১২ই অক্টোবর ২০২৫, (রবিবার) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার পরপরই গণনা কার্যক্রম শুরু করা হবে। চাকসুু নির্বাচনকে সামনে রেখে ১২ সদস্য বিশিষ্ট কমিটি কাজ করে যাচ্ছে।

অধ্যাপক এ কে এম আরিফুল হক সিদ্দিকীর সঞ্চালনায় এ সম্মেলনে উপস্থিত ছিলেন চবি উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, চাকসু কেন্দ্রের পরিচালক অধ্যাপক মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরী, আইন অনুষদের ডিন অধ্যাপক জাফর উল্লাহ তালুকদার, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. আনোয়ার হোসেন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম হোসেন হাবীব সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য যে, ১৯৬৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৭০ সালে চাকসুুর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়, এরপর ১৯৭২,১৯৭৪, ১৯৭৯,১৯৮১ ও ১৯৯০ সালের ৮ই ফেব্রুয়ারি চাকসুুর সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯০ সালে ছাত্রনেতা ফারুকুজ্জামান নিহত হওয়ায় চাকসুু নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ ৩৫ বছরের অপেক্ষার পর আসছে অক্টোবরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে শিক্ষার্থী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রমে সজীবতা ফিরে পেতে শুরু করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩