বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি

জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানারআপ কুবির নয়ন অধিকারী

সানজানা তালুকদার আবদুল, কুবি প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটি কর্তৃক আয়োজিত ‘জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়শিপ–২০২৫’ এ ‘এসইউ-৫’ ক্যাটাগরিতে রানারআপ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী নয়ন অধিকারী।

২২ আগস্ট (শুক্রবার) ঢাকার তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সারা দেশে থেকে ছয়টি ক্যাটাগরিতে প্রায় ২০০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

নয়ন অধিকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জন্মগতভাবে তাঁর একটি হাত নাই। তারপরও ছোটবেলা থেকে ব্যাডমিন্টনের প্রতি প্রবল আগ্রহ তাঁর। সেই আগ্রহ আর কঠোর পরিশ্রমের মাধ্যমে ছুটে চলছেন নিজের স্বপ্নের পথে।

জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় রানারআপ হওয়ায় তাঁর অনুভূতি জানতে চাইলে নয়ন বলেন, ‘এত বড় একটা প্রতিযোগিতায় রানারআপ হওয়া আমার জন্য সত্যিই আনন্দের। আমি গত দুই মাস ধরে অসুস্থ থাকার কারণে প্র্যাকটিস করতে পারিনি। এখনো আমার ঘাড়ে ব্যথা। অসুস্থ শরীর নিয়ে বিনা প্র্যাকটিসে রানারআপ হতে পারা আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের। আমার এই অর্জন নিয়ে আমার পরিবার এবং অন্যান্য যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাই খুশি।’

তিনি আরও বলেন, ‘২০৩২ সালে প্যারা অলিম্পিক খেলার স্বপ্ন আছে আমার। সামনে ২০২৮ সালেও একটা প্যারা অলিম্পিক আছে, এটাতে হয়তো আমি অংশগ্রহণ করতে পারব না। কারণ, এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়। তবে, আমার দৃঢ় বিশ্বাস আমি ২০৩২ সালে দেশের হয়ে প্যারা অলিম্পিক খেলবো।’

উল্লেখ্য, গত ২১ এবং ২২ আগস্ট দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার ছিল গোল্ড মেডেল এবং দ্বিতীয় পুরস্কার ছিল সিলভার মেডেল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩