বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবির ক্যাফেটেরিয়ার খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগ বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইন্দোনেশিয়ার পাপুয়ায় ৬.৫ মাত্রার ভূমিকম্প মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫ উদযাপিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ছাত্রীদের হলে ফার্স্ট এইড সামগ্রী বিতরণ কালাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন ও বিচার বিভাগের নতুন বিভাগীয় প্রধান বরিশাল নগরে ববি শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার ও মারধর আজ এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রংপুরে অ্যানথ্রাক্স প্রতিরোধে ছাড়পত্র ছাড়া পশু জবাইয়ে নিষেধাজ্ঞা চৌদ্দগ্রামে গোপালনগর মহিলা মাদ্রাসার নবীন বরণ ও মা সমাবেশে অনুষ্ঠিত ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস মাঠে গড়াল কুবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি

ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে দুমকীর মুঈনুল

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

“ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পটুয়াখালী জেলার দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী মোঃ মুঈনুল ইসলাম।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন বাংলাদেশের উচ্চশিক্ষা অঙ্গনের অন্যতম আলোচিত ও ঐতিহ্যবাহী নির্বাচন। প্রতি বছরই এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সেই নির্বাচনে এবার স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন দুমকী উপজেলার তরুণ প্রজন্মের প্রতিনিধি মোঃ মুঈনুল ইসলাম।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই তিনি সামাজিক ও সাংগঠনিক কাজে সক্রিয় ছিলেন। শিক্ষা জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগে যুক্ত হয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সবসময়।

স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার মূল কারণ জানাতে গিয়ে মুঈনুল ইসলাম বলেন—
“ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে চাই। পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে উদ্যোগ নেব। স্বাস্থ্য সচেতনতা ক্যাম্প, নিয়মিত মেডিকেল ক্যাম্প আয়োজন এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নেও কাজ করব।”

তার প্রার্থিতা এলাকায় আনন্দ ও গর্বের সৃষ্টি করেছে। স্থানীয়রা মনে করেন, দুমকীর মুরাদিয়া ইউনিয়নের এই মেধাবী তরুণ নির্বাচিত হলে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও পরিবেশ খাতে বাস্তবসম্মত ও কার্যকর পরিবর্তন আনতে সক্ষম হবেন।

বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীও মুঈনুল ইসলামের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, তরুণ ও উদ্যমী নেতৃত্ব ক্যাম্পাসের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আসন্ন ডাকসু নির্বাচনে স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে জয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব করার স্বপ্ন দেখছেন মুঈনুল ইসলাম। এখন শিক্ষার্থীরা তাকিয়ে আছেন তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কাকে বেছে নেন সেই অপেক্ষায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩