সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৬:০৬ অপরাহ্ন
সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) লোন শাখায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৭ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযোগ রয়েছে- পেনশন সেলের উপপরিচালক মো. রাজিব মিয়া ও ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ইছা দীর্ঘদিন ধরে ভুয়া জমা স্লিপ ব্যবহার করে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর লোনের কিস্তির টাকা আত্মসাৎ করেছেন। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অডিট সেলে ধরা পড়লে তারা প্রায় ৩২ লাখ টাকা ফেরত দেন।
উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ১০ আগস্ট বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পর আজ সরাসরি অভিযান দুদকের।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩