বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক চর্চা, বাগ্মিতা বিকাশ এবং বুদ্ধিবৃত্তিক বিনিময়ের সংস্কৃতি গড়ে তুলতে যাত্রা শুরু করেছে নতুন সংগঠন ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিবেট ইউনিয়ন।
শনিবার (৯ আগস্ট) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে। এসময় ঘোষণা করা হয় আহ্বায়ক কমিটি, যা পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত সর্বোচ্চ ১৮০ কার্যদিবস দায়িত্ব পালন করবে।
সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান জনাব মোঃ ইউসুফ হারুন। উদ্বোধনী আয়োজনে বক্তারা বলেন, এই সংগঠন শিক্ষার্থীদের মধ্যে যুক্তিবাদী মনোভাব, বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি ও আত্মবিশ্বাসী উপস্থাপনা দক্ষতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।
আহ্বায়ক কমিটির নেতৃত্বে থাকছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ৫২ তম আবর্তনের শিক্ষার্থী খন্দকার ইফতেখার আহমেদ। মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন একই আবর্তনের নুসরাত জাহান আনিকা। এছাড়া ৫৩ তম আবর্তনের আল-আমিন প্রান্ত, ইত্তিসাফ লাযিম খান শুদ্ধ, আরভিন ইফতেখার, ফাহমিদা সমাপ্তি, হাসিবুল ইসলাম, হোমায়রা হিয়া, মোছাঃ তাছলিমা এবং রোহান মাহমুদ কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩