রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ড থেকে রোগীর মোবাইল চুরি কটিয়াদীতে আল শিফা ইসলামী হসপিটালের উদ্বোধন পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত চৌদ্দগ্রামে মাইক্রোবাস অটোরিকশা সংঘর্ষে চালক নিহত কালকিনি উপজেলা প্রেসক্লাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সভাপতি আনোয়ার সম্পাদক শাহজালাল জয়পুরহাট সদর উপজেলায় ৭ টি গরু চুরি পাঁচবিবি চাইল্ডহোম প্রি-ক্যাডেট স্কুলে বৃত্তিপ্রাপ্ত মেধাবীদের হাতে সনদ ও সম্মাননা প্রদান জাজিরায় বিএনপি নেতা হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ বেওয়ারিশ চিকিৎসা ও পূর্ণ বাসন কেন্দ্র অসহায় মানুষের আশ্রয় স্থল চৌদ্দগ্রামে বেড়াতে যাওয়া দম্পতির ঘরে আগুন, থানায় অভিযোগ বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিপুল ভারতীয় সিগারেট জব্দ ১০০ বছরের ইতিহাসে শিবগঞ্জে প্রথম সনাতনী সমাবেশ প্রক্টরকে ‘অপদার্থ’ বললেন জাবি উপাচার্য খুবিতে আন্তঃডিসিপ্লিন কুইজ প্রতিযোগিতা শুরু চৌদ্দগ্রাম শিক্ষার গুনগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মেয়ের মুখে কোরআন তেলাওয়াতে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন শ্যামল-সোনালী দম্পত্তি চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসূচি চৌদ্দগ্রামে নগদের এসআর এর উপর কিশোর গ্যাং এর হামলা, গ্রেফতার-১

১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে-ডিবি

রাজধানীর বাড্ডা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মো: মাসুক মিয়া (২৭) ও রোমান (২৮)।

 

 

শনিবার (২১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৩:৩০ ঘটিকায় মধ্য বাড্ডার একটি বাসায় অভিযান পরিচালনা করে এ বিপুল পরিমাণ গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের দুজনের হেফাজত থেকে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার ২৫০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

 

 

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানানো হয়, শনিবার দুপুরে গোয়েন্দা-উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়িচুরি প্রতিরোধ টিম ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়, মধ্য বাড্ডার একটি বাসায় বিপুল পরিমাণ অবৈধ গাঁজা বিক্রয়ের উদ্দেশে মজুদ করে রাখা হয়েছে।

এই সংবাদের ভিত্তিতে টিমলিডার সহকারী পুলিশ কমিশনার মো: মাসুদ রানা এর নেতৃত্বে গোয়েন্দা টিমটি উক্ত বাসায় অভিযান পরিচালনা করে। গোয়েন্দা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে মাসুক মিয়া ও রোমানকে গ্রেফতার করা হয়।

এসময় সেই বাসায় তল্লাশি করে ডিবি পুলিশ দুটি ট্রাভেল ব্যাগের মধ্য থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য তিন লক্ষ ৬০ হাজার টাকা। এছাড়া তাদের হেফাজত থেকে গাঁজা বিক্রির নগদ ৭৪ হাজার ২৫০ টাকা ও দুটি মোবাইল ফোনসেটও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

 

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সমন্ধে জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীর বাড্ডাসহ বিভিন্ন জায়গায় বিক্র‍য় করে থাকে। উদ্ধারকৃত গাঁজা তারা বিক্রয়ের উদ্দেশে নিজেদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩