বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
বগুড়ায় ব্যাটারী চালিত অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা ছিনতাইকালে দুই নারীসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার (১৪ ডিসেম্বর) রাত সোয়া ১০ টার দিকে সদর উপজেলার মাটিডালী কালিবালার নেসকো অফিস এলাকায় এঘটনা ঘটে। এঘটনায় জনতার সহায়তায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ফুলবাড়ী ফাঁড়ী পুলিশ।
ছুরিকাঘাতে আহত অটো চালকের নাম আনিছার রহমান (৪০)। তিনি সদর উপজেলার বারপুর পাঁচবাড়িয়া এলাকার মৃত সোলেমান আলীর ছেলে। তাকে বর্তমানে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
গ্রেপ্তার ৩ ছিনতাইকারী হলো, শহরের কাটনার মধ্যপাড়া এলাকার মৃত শাহিনুর ইসলামের ছেলে তপু ইসলাম (২০), তপু ইসলামের স্ত্রী বৈশাখী খাতুন (১৯) এবং সুলতানগঞ্জ এলাকার নাঈম ইসলামের স্ত্রী রুহি খাতুন (২০)।
আহত অটোরিকশা চালক আনিছার রহমানের ছেলে আকাশ ইসলাম বলেন, ‘শনিবার রাত সোয়া ১০ টার দিকে ৩ ব্যক্তি শাখারিয়া যাওয়ার কথা বলে তাঁর বাবার অটোরিকশা ভাড়া করে। মাটিডালীর কালিবালা এলাকায় পৌঁছালে ৩ জনের মধ্যে থাকা এক ছেলে ছিনতাইকারী পিঠে ছুরি ঠেকিয়ে অটো ছিনতাইয়ের জন্য আমার বাবাকে হত্যার চেষ্টা করা হয়। একপর্যায়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার ও তিন ছিনতাইকারীকে আটক করে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যান।
তিনি আরও বলেন, ‘আমার বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানে হয়। বর্তমানে তার অবস্থা আশংকাজনক।
ফুলবাড়ী পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন অটো চালককে ছুরিকাঘাত করে ছিনতাইকালে জনতার হাতে ২ নারী ও ১ পুরুষকে আটক করেছে জনতা। পরে ফাঁড়ী পুলিশের একটি টিম ঘটনাস্থল গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়৷ এব্যাপারে আহত অটো চালকের ছেলে বাদী হয়ে থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেছেন। সকালে তাদের আদালতে পাঠানো হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩