রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই

১১ হাজার শিক্ষার্থীর বিপরীতে ১২০ আসনের রিডিংরুমে চলছে ববি, ভোগান্তিতে শিক্ষার্থীরা

 

আব্দুল্লাহ আল শাহিদ খান , ববি প্রতিনিধি:

কীর্তনখোলার পাড়ে সবুজে ঘেরা মনমুগ্ধকর ক্যাম্পাস দক্ষিণবঙ্গের উচ্চশিক্ষার বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে যাত্রা শুরু করা এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১১ হাজার।কিন্তু ১৪ বছর পেরিয়ে গেলেও কাটেনি নানা সংকট। তার মধ্যে অন্যতম হলো কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে তীব্র আসন সংকট।

১১ হাজার শিক্ষার্থীর জন্য বরাদ্দ রয়েছে মাত্র ১২০টি আসন। ফলে প্রতিদিনই রিডিং রুমে জায়গা না পেয়ে হতাশ হয়ে ফিরে যেতে হয় বহু শিক্ষার্থীকে। কেউ কেউ আবার রিডিং রুমের বাইরে বেঞ্চে বসে পড়াশোনা করতে বাধ্য হন। আসন সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে লাইব্রেরিতে পড়তে আসা শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে, মার্কেটিং বিভাগের ৯ম ব্যাচের শিক্ষার্থী মো. ইখওয়ানুল ইসলাম বলেন, “বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির রিডিং রুমে আসন সংখ্যা শিক্ষার্থীর তুলনায় খুবই অপ্রতুল। তাই লাইব্রেরিতে পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। আমাদের অনেককে লাইব্রেরিতে এসে ফিরে যেতে হয় পর্যাপ্ত আসন না থাকায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, যেন অতি দ্রুত এ সমস্যার সমাধান করা হয়।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার পূর্ণতা বলেন, “জ্ঞান অর্জনের প্রধান কেন্দ্রস্থল হলো লাইব্রেরি। আর লাইব্রেরির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো রিডিং রুম, যেখানে শিক্ষার্থীরা নীরব ও মনোযোগী পরিবেশে পড়াশোনা করতে পারে। কিন্তু দুঃখজনকভাবে, আমাদের রিডিং রুমে বর্তমানে মারাত্মক আসন সংকট দেখা দিয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী লাইব্রেরিতে এসে জায়গা না পেয়ে হতাশ হয়ে ফিরে যায়। অনেক সময় আমাদের বাইরে বেঞ্চে বসে পড়তে হয়, যা খুবই অস্বস্তিকর। কেউ কেউ দাঁড়িয়ে পড়েন, যা কোনোভাবেই একটি বিশ্ববিদ্যালয়ের মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। প্রশাসনের কাছে দাবি জানাই, দ্রুত যেন রিডিং রুমে পর্যাপ্ত আসনের ব্যবস্থা করা হয়।”

উক্ত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি লাইব্রেরিয়ান মধুসূদন হালদার বলেন, ” আসন সংকটের কারণে শিক্ষার্থীদের রিডিংরুমের বাহিরের সীটে বসে পড়তে হচ্ছে এবং জায়গা না পেয়ে ফিরে যেতে হচ্ছে বিষয়টা আমাদের জন্যও কষ্টদায়ক, আমাদেরকে সব কিছুই একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে করতে হয়, আমরা ভিসি স্যারকে সমস্যা সমাধানের প্রস্তাবনা জানিয়েছি, আমরা যেহেতু রিডিংরুমের জায়গা বাড়াতে পারছি না সেক্ষেত্রে পাশে থাকা হাসপাতাল অন্যত্র সরিয়ে সেখানে রিডিংরুম স্থাপনের প্রস্তাবনাও জানানো হয়েছে। এছাড়া রিডিংরুমে এসি বাড়ানোর প্রস্তাবনাও দেওয়া হয়েছে।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩