বুধবার, ৩০ Jul ২০২৫, ০৮:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
অবৈধ অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক জাজিরায় স্বামির হাতে স্ত্রী খুনের অভিযোগ রাউজানে বিএনপির দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ পত্নীতলায় কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ গাইবান্ধার নিহত’র ঘটনায় অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উপদেষ্টা আসিফ মাহমুদের দুমকির ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার দীর্ঘ পাঁচ মাস ১০ দিন পর কুয়েটে ক্লাস শুরু, ফিরেছে স্বস্তি আওয়ামীলীগ কখনও মাওলানা ভাসানীকে স্বীকার করেনি’ – নাহিদ ইসলাম ৩ দফা দাবিতে আন্দোলনে নামছে ববিয়ানরা ববিতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৫১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান গাইবান্ধার সাঘাটায় কয়লা কারখানায় অভিযানে ইউএনও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জবিতে দর্শন বিভাগের সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা আমতলীতে ব্র্যাকের ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিচিহ্ন রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ”চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে” চিলা ইউনিয়নের এক যুগ ধরে রাস্তার বেহাল অবস্থা, জনসাধারণের দুর্ভোগের শেষ নাই সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

রাজধানীমুখী বাস পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

 

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

শনিবার (২৭ জুলাই) পরিবহন প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের এক বৈঠকের মাধ্যমে প্রতি সপ্তাহে একটি বাস ঢাকা যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

রাজধানীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ নেই বললেই চলে, যার ফলে বিশ্ববিদ্যালয় অনেক কিছু থেকে পিছিয়ে রয়েছে। এসব কারণে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজধানীমুখী বাস চালুর দাবি জানিয়ে আসছিলেন। রাজধানীমুখী বাস চালু হলে শিক্ষার্থীদের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট হবে। এছাড়াও, অধিকাংশ চাকরির পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হয়। এসব বিষয় বিবেচনায় নিয়ে পরিবহন প্রশাসন গতকাল শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে প্রতি সপ্তাহে একটি বাস ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নেয়। আগামী ২১ আগস্ট অথবা ২৮ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে বাস চলাচল শুরু হবে বলে জানা গেছে।

পরিবহন প্রশাসক আহমেদ শাকিল হাসমী বলেন,জুলাই আন্দোলনের পর থেকে ছাত্রছাত্রীদের অনেক দাবিই আমরা পূরণ করতে পারছিলাম না। অবশেষে গতকাল আমরা একটি সিদ্ধান্তে পৌঁছেছি। ৫ই আগস্ট, আমাদের নতুন বিজয় দিবসে, আমাদের সম্মানিত ভিসি স্যার এই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

আমরা গাজীপুর পর্যন্ত একটি বাস সরবরাহ করছি, তবে বাসটি কতদূর যাবে তা বাস্তব পরিস্থিতি দেখে নির্ধারণ করা হবে। আমাদের সামর্থ্য সীমিত, তাই আপাতত একটি বাসই চালু করতে পারছি। আমাদের আনুষ্ঠানিক অনুমোদন না থাকলেও ভিসি স্যার ছাত্রছাত্রীদের ব্যাপারে খুব আন্তরিক। আমরা এই একটি বাস দিয়ে শুরু করছি, ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী বাসের সংখ্যা বাড়ানোর চেষ্টা করব।

রাজধানীমুখী বাস পেয়ে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের শিক্ষার্থী মো. ইলিয়াস জানান, “রাজধানী থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। এতদিন রাজধানীর কাছাকাছি হওয়া সত্ত্বেও যাতায়াতের অসুবিধার কারণে আমরা স্কিল ডেভেলপমেন্ট, চাকরির পরীক্ষা ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণে পিছিয়ে পড়তাম। তাছাড়া গাজীপুরের একটি বড় সংখ্যক শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন, তাদেরও যাতায়াতে সমস্যা হতো। এই বাস চালু হলে এসব ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে আশা করছি। আমাদের দাবি মূল্যায়ন করায় পরিবহন প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

উল্লেখ্য, প্রতি বৃহস্পতিবার বিকাল ৪টায় ক্যাম্পাস থেকে একটি বাস এয়ারপোর্টের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রবিবার সকাল ৬টায় এয়ারপোর্ট থেকে ক্যাম্পাসে ফিরবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩