শনিবার, ২৬ Jul ২০২৫, ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিএনপির ক্লাবে নেতাদের মাঝে বসে ছবি তুললেন এএসআই, দেখা দিলো বিতর্ক পত্নীতলায় জুলাই পুনর্জাগরণ ও সমাজ গঠনে শপথ পাঠ মুরাদনগরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ ও আহত ৪ ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারি সিজুর মৃত্যু ঘিরে রহস্য ও জনমনে প্রশ্নের ঝড় কুড়িগ্রামে শিশু সহ চার প্রতিবন্ধী মানুষের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডলাইন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভারতে কাঠ পাচারকালে পত্নীতলা বিজিবি’র হাতে আটক ৫ চোরাকারবারি কটিয়াদী পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে ৯৪৭ বস্তা সার উদ্ধার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত সন্দ্বীপে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস উদযাপন বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ফরিদপুরে শোক র‍্যালি অনুষ্ঠিত কুয়েটের নবাগত উপাচার্যের যোগদান ফরিদপুর জেলায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন ‎গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের সর্বশেষ ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ গাইবান্ধার সাঘাটা থানায় হামলাকারী যুবকের লাশ উদ্ধার ১৫ বছরে আওয়ামী সন্ত্রাসে নিহতদের তালিকা প্রস্তুতের নির্দেশ প্রধান উপদেষ্টার এবার কম্বোডিয়ার সামরিক স্থাপনায় বিমান হামলা চালাল থাইল্যান্ড

ববিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ‘গণভোট’ চলছে

 

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধি:

ছাত্র সংসদ নির্বাচনের দাবিকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে গণভোট। মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় ‘গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল’-এর উদ্যোগে তিনদিন ব্যাপী এই ভোটগ্রহণ শুরু হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

এই গণভোটে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন, গণতান্ত্রিক ছাত্রসংসদসহ বেশ কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠনিক আবদুর রহমান বলেন, ‘এ বিশ্ববিদ্যায় প্রতিষ্ঠা হয়েছে প্রায় ১৫ বছর। এর পর থেকে আজ পর্যন্ত কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এতে শিক্ষার্থীরা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীরব ভূমিকাই এর জন্য দায়ী। আমরা এই গণভোটের মাধ্যমে জানতে চাচ্ছি, শিক্ষার্থীরা আদৌ ছাত্র সংসদ চায় কি না।’

আবদুর রহমান আরো বলেন, ‘ছাত্র সংসদ নির্বাচন হলে শিক্ষার্থীরা নিজেদের ন্যায্য দাবিগুলো আদায়ে সরব হতে পারবে। এটাই ক্যাম্পাসে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ।’

শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার পর নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এগোচ্ছে বিশ্ববিদ্যালয়। প্রায় ১০ হাজার শিক্ষার্থীর মধ্যে চারটি হলে মাত্র দেড় হাজার শিক্ষার্থীর আবাসনসুবিধা রয়েছে। ২৫টি বিভাগের শিক্ষার্থীদের পাঠদানের জন্য ৭৫টি কক্ষ প্রয়োজন, আছে মাত্র ৩৬টি। শ্রেণিকক্ষ ও শিক্ষকসংকটে অধিকাংশ বিভাগে সেশনজট বাড়ছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীরা ছয় মাস থেকে দেড় বছর সেশনজটে আটকে থাকছেন। এতে হতাশা বাড়ছে।

শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ে প্রতিবছরই নতুন নতুন বিভাগ চালু হচ্ছে, শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে, পাশাপাশি বাড়ছে নানামুখী চাহিদা। কিন্তু সেসব চাহিদা পূরণে অবকাঠামোসহ অন্যান্য উন্নয়ন পিছিয়ে আছে। নানা সংকটের মধ্যেই পড়াশোনা চালিয়ে নিচ্ছেন তারা। প্রয়োজনীয়সংখ্যক অধ্যাপক, সহযোগী অধ্যাপক না থাকায় শিক্ষার মান নিশ্চিত করা যাচ্ছে না। এ ছাড়া আবাসন, পাঠদান কক্ষ, পরিবহন ও গ্রন্থাগারে বইয়ের সংকটও ব্যাপক।

বাংলা বিভাগের শিক্ষার্থী মৃত্যুঞ্জয় রায় বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সংকট নিরসন করতে হলে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকা প্রয়োজন। এ জন্য শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষার মান, সুষ্ঠু পরিবেশ, নেতৃত্বের বিকাশসহ সামগ্রিক উন্নয়নে ছাত্র সংসদ থাকা জরুরি। তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে ছাত্র সংসদ নির্বাচন জরুরি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩