শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু,ধানের কেজি ৩৬ চাউল ৪৯ টাকা ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের ডিমের খাঁচায় বিশেষ কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২ শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা শিবগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন জান্নাতি হত্যা মামলা: মুখোশধারীদের হুমকিতে আইনজীবী আতঙ্কে কুড়িগ্রাম উলিপুরে মসজিদের জায়গা নিয়ে বিরোধ: বৈঠকে সংঘর্ষ, থানায় মামলা ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত কৃষ্ণচূড়া ফুলে সাজানো মাভাবিপ্রবি ক্যাম্পাস লালমনিরহাটে গৃহবধূর আত্মহত্যা: অসুস্থতা ও আর্থিক সংকটই কারণ বলে ধারণা ভালুকার পাঁচ তরুণের মানবিক উদ্যোগে গাজায় খাবার পেল ২০০ জন মানুষ

ডিমের খাঁচায় বিশেষ কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২

দিপন কুমার সরকার, লালমনিরহাট:
বিশেষ অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
বুধবার (৭ মে) লালমনিরহাট সদর থানা পুলিশের পৃথক দুটি অভিযানে এ সফলতা আসে। অভিযানে নেতৃত্ব দেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। তার সার্বিক নির্দেশনায় অভিযানে অংশ নেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় মোগলহাট ইউনিয়নের কর্নপুর মৌজায়। গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সাইফুল ইসলাম (৩৭)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় একই ইউনিয়নের ফুলগাছ মৌজায়। সেখান থেকে নব-মুসলিম শ্রী ফনি চন্দ্র ওরফে আব্দুল্লাহ-আল-মামুন (৩০)-কে গ্রেফতার করা হয়। অভিযানে দেখা যায়, আসামি ‘আলম স্টোর’ নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন এবং ডিমের খাঁচার মধ্যে বিশেষ কায়দায় লুকানো ৩ কেজি গাঁজা বহন করে লালমনিরহাট শহরের দিকে যাচ্ছিলেন। পরে পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে লালমনিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
লালমনিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান এই অভিযান অব্যাহত থাকবে এবং জেলার প্রতিটি থানায় নিয়মিত তল্লাশি ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩