বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে সরকারি ভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু,ধানের কেজি ৩৬ চাউল ৪৯ টাকা ভারতের ১২টি ড্রোন ভূপাতিতের দাবি পাকিস্তানের ডিমের খাঁচায় বিশেষ কৌশলে গাঁজা পাচার: গ্রেপ্তার ২ শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজে নবাগত অধ্যক্ষকে সংবর্ধনা দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে রিডিং রুম উদ্বোধন শ্রম বিষয়ক মিডিয়া পুরষ্কার পাওয়ায় সাংবাদিক এমদাদকে গণ সংবর্ধনা শিবগঞ্জে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন জান্নাতি হত্যা মামলা: মুখোশধারীদের হুমকিতে আইনজীবী আতঙ্কে কুড়িগ্রাম উলিপুরে মসজিদের জায়গা নিয়ে বিরোধ: বৈঠকে সংঘর্ষ, থানায় মামলা ইবির উন্নয়ন অধ্যয়ন বিভাগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত কৃষ্ণচূড়া ফুলে সাজানো মাভাবিপ্রবি ক্যাম্পাস লালমনিরহাটে গৃহবধূর আত্মহত্যা: অসুস্থতা ও আর্থিক সংকটই কারণ বলে ধারণা ভালুকার পাঁচ তরুণের মানবিক উদ্যোগে গাজায় খাবার পেল ২০০ জন মানুষ

শুক্রবার ১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ

মো. জিসান রহমান,মাভাবিপ্রবি:

গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল, শুক্রবার (৯ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে প্রায় ১,৪২,৭১৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজক কর্তৃপক্ষ। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ সংশ্লিষ্ট সবার প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা চাই, প্রতিটি শিক্ষার্থী যেন নিরাপদ ও নির্বিঘ্নভাবে পরীক্ষায় অংশ নিতে পারে। এ লক্ষ্যে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সরকারি সংস্থাগুলোর সহযোগিতা অতীব প্রয়োজন।”
তিনি আরও জানান, পরীক্ষার সফল আয়োজন নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এবং ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। যথাক্রমে ২৮ এপ্রিল এবং ৫ মে উক্ত পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশ করা হয়েছে। উভয় পরীক্ষাই সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা আশাবাদী যে ‘এ’ ইউনিটের পরীক্ষাটিও একইভাবে সম্পন্ন হবে।
উপাচার্য ড. আনোয়ারুল আজীম আখন্দ আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে শিক্ষার্থীদের যাত্রা এবং পরীক্ষার সম্পূর্ণ সময়কাল নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।
প্রসঙ্গত, ‘এ’ ইউনিটে সাধারণত বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকে। পরীক্ষার কেন্দ্রগুলো দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, যাতে শিক্ষার্থীরা নিজ নিজ অঞ্চলে পরীক্ষা দিতে পারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩