রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
মোঃ বিদ্যুৎ হোসেন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় ডাকাতি ও দস্যুতা দমনে বড় ধরনের সাফল্য পেয়েছে জেলা পুলিশ। জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ জন কুখ্যাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম।
গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের একটি চৌকস দল গত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে নওগাঁসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে মহাসড়ক ও বিভিন্ন বাড়িতে সশস্ত্র ডাকাতি করে আসছিল। চক্রটির গতিবিধি পর্যবেক্ষণ করে কৌশলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৬ জনই আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র ও ছিনতাইয়ের মামলা রয়েছে। তবে প্রাথমিক তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে সবার পূর্ণাঙ্গ নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।
অভিযান শেষে পুলিশ কর্মকর্তারা জানান, নওগাঁ জেলাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। তারা বলেন: সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই তৎপরতা চলমান। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকি সদস্যদের এবং তাদের মূল হোতাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
কুখ্যাত এই ডাকাত চক্রটি গ্রেফতার হওয়ায় স্থানীয় ব্যবসায়ীদের এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশ সাধারণ জনগণকে অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির চলাফেরা দেখলে তাৎক্ষণিক নিকটস্থ থানায় অথবা জরুরি সেবা ৯৯৯-এ কল করার অনুরোধ জানিয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩