মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মান্দায় পৈত্রিক ভোগদখলীয় সম্পত্তি জবর দখলের অভিযোগ ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সমর্থকদের সংঘর্ষ, তিনজন আহত ধর্মপাশায় ইসলামী আন্দোলনের সাংবাদিকদের সাথে মতবিনিময় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে ছাই পাঁচ শতাধিক ঘর বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হলেন তসলিম তালুকদার লালমনিরহাটে ডিবি অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার ডিউক অব এডিনবার্গের গোল্ড অ্যাওয়ার্ড পেলেন চবি’র পাঁচ শিক্ষার্থী কলাপাড়ায় এক রাতে তিন বাড়িতে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন আমরা কোনো রাজনীতিক দলের তাঁবেদার নই আমরা একমাত্র আল্লাহ তাঁবেদার : ছারছিনা পীর জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পবিপ্রবিতে দোয়া ও আলোচনা সভা খুলনায় যৌথ বাহিনীর অভিযান : বিদেশি অস্ত্র ও মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৫, পাল্টাপাল্টি অভিযোগ মোংলায় বিট পুলিশিং সভা চবিতে বসছে তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬ তারেক রহমানের সিলেট আগমন ঘিরে কোম্পানীগঞ্জ শ্রমিক দলের আনন্দ মিছিল ও গণসংযোগ নাচোলে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে প্রতিদিন ২০টি বিবাহবিচ্ছেদের আবেদন, পরকীয়া-মাদকাসক্তির ছোবলেই ভাঙছে সংসার! মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ডিমলায় শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের ১০৬ বন্দির ভোট দেওয়ার আবেদন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে ১০৬ জন বন্দি আবেদন করেছেন। বর্তমানে কারাগারে গড়ে ছয় শতাধিক বন্দি থাকলেও আবেদনকারীর সংখ্যা মোট বন্দির এক ষষ্ঠাংশেরও কম।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, কারাবন্দিদের ভোটাধিকার প্রয়োগের বিধান আগে থেকেই থাকলেও ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ কারণে এবারের নির্বাচনে পোস্টাল ভোটিং বিষয়ে বিশেষ প্রচার-প্রচারণা চালানো হয়। এর ফলেই চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের ১০৬ জন বন্দি ভোটদানের জন্য আবেদন করেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. আমজাদ হোসেন জানান, কারাগারে গড়ে প্রায় সাড়ে ছয় শতাধিক বন্দি থাকে। রোববার (১৮ জানুয়ারি) সকালে বন্দির সংখ্যা ছিল ৬৪২ জন। তাদের মধ্যে ১০৬ জন পোস্টাল ভোট প্রদানের জন্য আবেদন করেছেন। আবেদনকারীদের মধ্যে ইতোমধ্যে ৯ জন মুক্তি পেলেও তারা পোস্টাল ব্যালটের মাধ্যমেই ভোট প্রদান করবেন।

নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, জেলখানা বা আইনগত হেফাজতে থাকা ভোটাররা এবার আইসিপিভি পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্দি ভোটারদের তালিকা যাচাই-বাছাই ও অনুমোদনের কাজ করবে।

এ জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে জেলখানা বা আইনগত হেফাজত কর্তৃপক্ষ দুজন করে প্রতিনিধি মনোনয়ন দেবেন। নিবন্ধন শেষে সিল ও স্বাক্ষরযুক্ত তালিকা নির্বাচন কমিশনে পাঠানো হবে এবং একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য নির্ধারিত পোর্টালে আপলোড করা হবে।

নিবন্ধিত ভোটাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পোস্টাল ব্যালট গ্রহণ করবেন। পোস্টাল ব্যালটের খামে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক ব্যালট পেপার, ভোট প্রদানের নির্দেশনা, ঘোষণাপত্র এবং ফেরত খাম থাকবে।

ভোটগ্রহণের জন্য কারাগারের ভেতরে গোপন ভোটকক্ষ প্রস্তুত করা হবে। পোস্টাল ব্যালট পেপারে প্রার্থীর নাম থাকবে না, কেবল প্রতীক ও প্রতীকের পাশে ফাঁকা ঘর থাকবে। ভোটাররা নির্ধারিত প্রতীকের পাশে টিক (√) অথবা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট প্রদান করবেন।

ভোট দেওয়ার আগে ঘোষণাপত্রে ভোটারের নাম ও জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে স্বাক্ষর করতে হবে। স্বাক্ষর দিতে অক্ষম হলে অন্য একজন ভোটারের মাধ্যমে তা সত্যায়ন করা হবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩