শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর-২ (নালিতাবাড়ি–নকলা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীর্ষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান-এর উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৫ই শুক্রবার) পুরাতন জেলখানা সংলগ্ন নালিতাবাড়ি বাজার জামে মসজিদে, জুম্মা নামাজের পর বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। এতে আপসহীন নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া করা হয়।
নালিতাবাড়ি উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুক্তার হোসেন বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার সুস্থতা আজ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে জাতির মাঝে ফিরিয়ে দেন।”
এ সময় আরও বক্তব্য রাখেন, নালিতাবাড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক।
তিনি বলেন, “বর্তমান সংকটময় সময়ে দেশনেত্রীর সুস্থতা ও মুক্তিই আমাদের সবচেয়ে বড় দাবি। আমরা তার জন্য নিয়মিত দোয়া করছি।”
দোয়া ও মিলাদে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লী ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩