শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিলেই ঢাকায় আসবে কাতারের রয়েল অ্যাম্বুলেন্স বুড়ি তিস্তা খননের প্রতিবাদে এলাকাবাসীর মশাল মিছিল ঘোড়াঘাটে বিদায়ী ওসির সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জেড এ ভুট্টো ডিগ্রী কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ কাঞ্চন আলী মোল্লা আর নেই উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত ঈদগাঁওয়ে বিলের পানিতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সার ডিলার ও মজুদকারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, বিপুল পরিমান ভর্তুকির সার উদ্ধার ঈদগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠানে নবাবাগত ইউএনও’র আধুনিক মানের বেঞ্চ বিতরন পটুয়াখালী-২ আসনে বিএনপির প্রার্থী শহিদুল আলম তালুকদার শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন জাবি প্রেসক্লাবের দুই সাংবাদিক মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারে নালিতাবাড়িতে আবদুল্লাহ বাদশার পথসভা খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিস্হ বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল শিবচরে বিএনপির মনোনয়ন পরিবর্তনকে কেন্দ্র করে মশাল মিছিল কুয়াকাটায় “গুড নেইবার্স” এর আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন সংগঠনকে ঐক্যবদ্ধ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: গোলাম আজম সৈকত কুবিতে ৩ দিনব্যাপী ‘ফুড সিস্টেমস ইয়ুথ লিডারশিপ কর্মশালা’ অনুষ্ঠিত

কুয়াকাটায় “গুড নেইবার্স” এর আয়োজনে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন

‎মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ও কুয়াকাটা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিডিপি)-এর উদ্যোগে প্রত্যেকটি অবদানই গুরুত্বপূর্ণ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতা, সচেতনতামূলক উদ্যোগ ও সাংস্কৃতিক পরিবেশনা।

‎ অনুষ্ঠানে গুড নেইবার্স বাংলাদেশ-এর কান্ট্রি প্রধান বার্টিন গোমেজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ‎উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকশেদুল আলম,কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য মতিউর রহমান,সিসিপির সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।

‎‎বক্তারা বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করে সামাজিক পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, মানবিক মূল্যবোধ ও দুর্যোগ প্রস্তুতিতে ইতিবাচক প্রভাব ফেলা সম্ভব। স্বেচ্ছাসেবকরা সমাজের সবচেয়ে বড় শক্তি—তাদের সক্রিয় অংশগ্রহণ টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করে।

‎অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ রক্ষায় স্বেচ্ছাসেবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই বছরের কর্মসূচি সাজানো হয়। দিনের অংশ হিসেবে কুয়াকাটা সমুদ্রসৈকতে বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করা হয়, যেখানে স্বেচ্ছাসেবকরা প্লাস্টিক, পলিথিন, বোতল ও বিভিন্ন আবর্জনা সংগ্রহ করেন।

‎এ ছাড়া শিশু সুরক্ষা, নারী ক্ষমতায়ন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, বৃক্ষরোপণ সচেতনতা, পর্যটন এলাকার নিরাপত্তা, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক মূল্যবোধ উন্নয়নে গুড নেইবার্সের নানা কার্যক্রম তুলে ধরা হয়। পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক আয়োজন, কুইজ, আলোচনা এবং বিভিন্ন সৃজনশীল কার্যক্রম।

‎বক্তারা আরও বলেন, গুড নেইবার্স বাংলাদেশ ১৯৯৬ সাল থেকে দেশে মানবিক ও টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় ১৭টি প্রকল্পের মাধ্যমে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন ও সম্প্রদায়ের উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

‎দিনব্যাপী এ কর্মসূচিতে গুড নেইবার্সের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও স্থানীয় মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩