বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
শৈলকুপায় নারীদের গাভী পালনের তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন নলছিটি উপজেলায় নতুন ইউএনও জুবায়ের হাবিবের দায়িত্ব গ্রহণ চারঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবে মতবিনিময় করলেন গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী- নজু ঘোড়াঘাটে ইউএনও রফিকুল ইসলামের বিদায় নতুন ইউএনও’র যোগদান ঘোড়াঘাটে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল লালমনিরহাটের পাঁচ থানার ওসি একযোগে বদলি: নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনে রদবদল পুঠিয়ার হোটেল-রেস্তোরাগুলোতে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মোঃ মাহফুজুর রহমানের যোগদান বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত ত্রিশালে নবনিযুক্ত ইউএনওকে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে কারবারিসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ ও চোরাচালানী মাল জব্দ পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল জাবির বটতলায় হোটেলে অগ্নিকাণ্ড, ১ কর্মচারী আহত কুবি’র বিজয়-২৪ হলে কালচারাল এন্ড স্পোর্টস উইকের উদ্বোধন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় কুবিতে ছাত্রদলের দোয়া মাহফিল বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান গঠনমূলক লেখনি রাষ্ট্রকে এগিয়ে নেয়: বাউফলের বিদায়ী ইউএনও আমিনুল ইসলাম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

নলছিটি উপজেলায় নতুন ইউএনও জুবায়ের হাবিবের দায়িত্ব গ্রহণ

মাহবুব হাসান, নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটি উপজেলাতে শিল্প মন্ত্রণালয়ের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) পদে দায়িত্ব পালনকারী জনাব জুবায়ের হাবিবকে নলছিটি উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বভার গ্রহণের উপলক্ষে আমরা সকলে আন্তরিক অভিনন্দন জানাই।

(২ ডিসেম্বর, ২০২৫) এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণের মাধ্যমে আপনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উন্নয়ন, জনকল্যাণ ও প্রশাসনিক স্থিতিশীলতায় নতুন গতি ও দিকনির্দেশনা প্রদান করবেন—এই প্রত্যাশা আমাদের সকলের।

আপনার পূর্ববর্তী অবদানের স্মরণ শিল্প মন্ত্রণালয়ে একান্ত সচিব হিসেবে আপনার দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগ প্রচার এবং নীতিনির্ধারণে যে অবদান রয়েছে, তা অসাধারণ। এই অভিজ্ঞতা নলছিটির মতো সম্ভাবনাময় উপজেলায় শিল্প-কৃষি-বাণিজ্যের সমন্বিত উন্নয়ন ঘটাবে।

সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে এই রদবদল (জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে) মাটি-মানুষের সেবা ও স্থানীয় উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।

নলছিটি উপজেলার প্রতি প্রত্যাশা নলছিটি (ঝালকাঠি জেলা) নদীবিধৌত, কৃষিপ্রধান এবং সম্পদসমৃদ্ধ একটি উপজেলা। এখানকার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং প্রায় ২ লক্ষ জনসংখ্যার মধ্যে আপনার নেতৃত্বে-প্রশাসনিক স্বচ্ছতা ও দক্ষতাঃ জনসেবা ডেলিভারি, জন্ম-মৃত্যু নিবন্ধন, ভূমি-প্রশ্রাসন এবং আইনশৃঙ্খলা রক্ষায় নতুন গতি আনা।

অর্থনৈতিক উন্নয়নঃ শিল্পমন্ত্রণালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় কুটিরশিল্প, মৎস্যচাষ, কৃষি-ভিত্তিক উদ্যোগ এবং যুবকর্মসংস্থানের সুযোগ বাড়ানো।

সামাজিক কল্যাণঃ নারী-শিশু সুরক্ষা, শিক্ষা-স্বাস্থ্যসেবা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় (বিশেষ করে নদীভাঙন-অতিবৃষ্টির প্রেক্ষিতে) সক্রিয়তা।

স্থানীয় সহযোগিতাঃ ইউপি চেয়ারম্যান, পৌরসভা প্রধান, স্থানীয় প্রতিনিধি ও সাধারণ নাগরিকদের সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে ‘নলছিটিকে মডেল উপজেলা’ গড়ে তোলা।

আমাদের প্রতিশ্রুতিঃ উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং সকল স্তরের সহকর্মীদের পক্ষ থেকে আপনার পাশে থাকার অঙ্গীকার। আমরা আপনার

নির্দেশনা মেনে চলব এবং নলছিটির সামগ্রিক উন্নয়নে অবদান রাখব। সফলতা কামনা করি—আল্লাহ আপনাকে শক্তি, সুস্থতা ও সাফল্য দান করুন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩