সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৭ অপরাহ্ন
জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়ন হল রুমে ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে জৈন্তাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক শামিম আহমদ হেলালী,সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সিনিয়র সহ সভাপতি ইন্তাজ আলী, সদস্য মারুফ, সিলেট মহানগর কৃষক দলের যুগ্ম সম্পাদক মুসারফ হোসেন উপজেলা বিএনপির সহ সভাপতি আলমগীর হোসেন, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য দুলাল আহমদ,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দু রউফ দুলাল সদস্য নাসির উদ্দীন রাজ।
উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি হারুনুর রশিদ সরকার,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেনাজ, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ, সহ সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক সাহেদ আহমদ,২নং জৈন্তাপুর ইউনিয়ন বিএনপি র সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, তাহির আলী কলাই, নিজপাট ইউনিয়ন বিএনপি র সভাপতি আব্দুস শুক্কুর মেম্বার, উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সভাপতি দেলোয়ার হোসেন দিলু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন, জৈন্তাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুবদল নেতা শাহাজান সম্রাট।
মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা ফারুক সিদ্দিকী
আয়োজনে মুক্তিযোদ্ধা দলের নেতৃবৃন্দ বলেন, “খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক নাম নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর সুস্থতা জাতির সামগ্রিক কল্যাণের সঙ্গে জড়িত।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩