সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সমাজসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পেশার গুণীজনদের সংবর্ধনা ও ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার রাতে পৌরসভার উত্তর ফালগুনকরা গ্রামে বাংগালী পাঠসালায় ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ‘উদয়ন সংঘ’।
প্রবাসী আবদুল হান্নান লোকমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ব বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোশাররফ হোসেন ভুঁইয়া, পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ওপেল, ওয়ার্ড জামায়াতে সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী, সাংবাদিক এমরান হোসেন বাপ্পি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাষ্টার আবু তাহের ভুঁইয়া, আমিন জসিম উদ্দিন ভুঁইয়া, সাংবাদিক আবু বকর সুজন, আবদুল হালিম মোল্লা, মোহাম্মদ ইদ্রিস মজুমদার, আলম ভুঁইয়া, বাচ্চু মিয়া, নুরল ইসলাম, হাবিবুর রহমান ভুঁইয়া, আবদুল হক, সাইফুল ইসলাম অপু, সাইফুল্লাহ মহসিন, আজাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিদ্যুৎ সংযোগে অবদান রাখায় মোলভী হারিধন, শাহ জাহাজান চৌধুরী কে মরনোত্তর, এলাকায় রাস্তার উন্নয়নে আবদুল খালেক, বিদ্যুৎ সংযোগে মোঃ আলম ভূঁইয়া, ইদ্রিস মজুমদার, জসিম উদ্দিন আমিন, ক্রিড়ায় মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া, আবদুল হক মজুমদার, আবদুল হান্নান লোকমান, সাইফুল ইসলাম অপু, সাংবাদিকতায় আবু বকর সুজন, সমাজ উন্নয়নে তরুণ শিল্পপ্রতি ওমর ফারুক মজুমদার, কর্মসংস্থানে নাসির উদ্দিন মোল্লা, উদীয়মান কন্টেন্টেন ক্রিয়েটর সাইফুল্লাহ মহসিন ও মোঃ আজাদকে সম্মাননা স্মারক দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের জন্য যারা নিঃস্বার্থভাবে কাজ করেন, তাঁরাই প্রকৃত গুণীজন। আজ যাঁদের সম্মাননা দেওয়া হয়েছে, তাঁরা নীরবে সমাজে অসাধারণ অবদান রেখে যাচ্ছেন। এ ধরনের স্বীকৃতি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩