বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১:১৮ অপরাহ্ন
শেরপুর প্রতিনিধিঃ
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদের হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ চত্বরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীজ মনিষা আহমেদ। প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডা. রুকাইয়া আক্তার লিমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান আকন্দ।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল, সদস্য সচিব এস এম সোহান ও খামারী আনোয়ার হোসেন, সুলতান তালুকদার। আলোচনা শেষে সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় স্থানীয় খামারি, স্বানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন কেটাগরিতে ৩০ টি স্টল স্থান পেয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩