বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৪:৩১ অপরাহ্ন
মোঃ রুহুল আমিন রাসেল, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা নির্বাচন অফিসের সামনে দুর্নীতি, কালো টাকা, প্রশাসনিক কারসাজি ও পেশিশক্তির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), লালমনিরহাট জেলা শাখা।
আজ ২৬ নভেম্বর ২০২৫ সকাল ১১টায় এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা উল্লেখ করেন, যারা দেশে নির্বাচনের প্রক্রিয়াকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পথে পরিচালিত করছে, যেমন কালো টাকা, সাম্প্রদায়িকতা এবং ক্ষমতার অপব্যবহার—তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
তারা আরও দাবি রাখেন,(১) জামানত কমিয়ে ৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে (২) নির্বাচনী ব্যয়ের জন্য সীমা ৫ লাখ টাকা রাখতে হবে (৩) চলমান দুর্নীতি, কালো টাকা ও নির্বাচনী বাণিজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করা প্রয়োজন, এবং সংখ্যালঘু ও সাধারণ ভোটারের নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেয়া উচিত।
সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ আরও বলেন যে, গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এই সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তাদের মতে, এজন্য নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা অপরিহার্য।
জেলা সিপিবির নেতারা মন্তব্য করেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও শক্তিশালী ও কার্যকর হতে হবে।
তারা বলেন, “নির্বাচন হতে হবে জনগণের, কালো টাকা ও ক্ষমতার দখলদারদের নয়।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩