শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে বান্দরবান জেলা ছাত্রদলের উদ্যোগে মাদারাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (২০ নভেম্বর) সকালে পৌর সদরের ৩ নং ওয়ার্ড কালাঘাটাস্থ সৈয়দ ফজলুল করিম (রা) মাদ্রাসা কমপ্লেক্সে এই শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সুমন ত্রিপুরা নিশু,জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোহাম্মদ রিদুয়ানুল হক পৌর ছাত্রদল নেতা শাহাদাত হোসেন, মোঃ রুবেল ও কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক প্রমুখ।
আয়োজকরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বান্দরবান জেলা, সদর উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে বাংলদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক,বান্দরবান ৩০০নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব সাচিং প্রু জেরীর পক্ষ থেকে উক্ত শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, “তারেক রহমান হলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার ঘরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বগুড়া ৬ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী। এছাড়াও তিনি দৈনিক দিনকাল সংবাদপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩