বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন গরুর হাট সংলগ্ন রেল লাইনের পাশে বস্তার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ ই নভেম্বর ২০২৫ ইং) ভোরে টঙ্গী বাজার গরু হাট এলাকায় বস্তার গোডাউনে এই ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার ভোরে ফজরের আজানের সময় গোডাউনের পিছনের অংশে রেল লাইনের পাশে আগুন দেখতে পান। আগুন দ্রুত ছড়িয়ে পরলে গোডাউনের পাশে থাকা মসজিদের এসি পুরে ছাই হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ততক্ষণে পাঁচটি গোডাউনের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। এতে অল্পের জন্য রক্ষা পায় পাশে মসজিদ ও রিক্সার গ্যারেজ। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩