মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
মোঃ আতেফ ভূঁইয়া, গাজীপুর প্রতিনিধি:
ভোরের আলো ফোটার আগেই গাজীপুরের কোনাবাড়ীতে ঘটে গেল মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। অজ্ঞাত গাড়ির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বকুল মিয়া (৩৫) নামের এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন — হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) ও হাবিব (১৩)। যাত্রীরা সকালে অটোরিকশা যোগে গাজীপুর চান্দনা চৌরাস্তা থেকে কোনাবাড়ী যাচ্ছিলেন।
শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এতিম হলো স্বপ্ন, স্তব্ধ হলো পরিবার, থামছে না মহাসড়কের মৃত্যু মিছিল। একের পর এক দুর্ঘটনায় ঝরছে প্রাণ। এসব অপ্রত্যাশিত ঘটনার শেষ কোথায়?
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার তদন্ত কর্মকর্তা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩