রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুর লাশ উদ্ধার জাবিতে হল কক্ষে মাদক সেবনরত অবস্থায় আটক ৩ কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান বাউফলে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জের গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজে বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নতুন কমিটি ভাইস চেয়ারম্যান কাচ্চু, সেক্রেটারী মফিজ উদ্দিন নোয়াখালী কবিরহাটে ফখরুল ইসলামের নির্বাচনী সমাবেশ রামভদ্রপুরে ধানেরশীষের পক্ষে লিফলেট বিতরণ ও গনসংযোগ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার নবীনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২১ নভেম্বর রাতে অনুষ্ঠিতব্য বাউল গান বা বিচার গান অনুষ্ঠান চূড়ান্তভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান। কোন প্রকার গান- বাজনার অনুমতি দিবেনা বলে জানিয়েছেন তিনি।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সামনে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং স্কুল–মাদরাসা–কিন্ডারগার্টেনের বার্ষিক ফাইনাল পরীক্ষা চলমান থাকায় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

এ ঘোষণার ফলে দীর্ঘদিন ধরে চলা বিতর্ক, তীব্র সমালোচনা এবং জনমনে উৎকণ্ঠার অবসান হলেও, আয়োজক পক্ষের মধ্যে দেখা দিয়েছে হতাশা। তবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকরা প্রশাসনের এ সিদ্ধান্তকে “সময়ের দাবি ও ভবিষ্যতমুখী পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। পাশাপাশি প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ আমাদের প্রথম প্রাধান্য উল্লেখ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুল হাসান বলেন,দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন সংবেদনশীল পরিবেশ ও শিক্ষার্থীদের পরীক্ষা বিবেচনা করে পূবাইল উচ্চ বিদ্যালয় মাঠে রাতভর বাউল গান বা কোনো ধরনের শব্দদূষণকারী সাংস্কৃতিক আয়োজন অনুমোদন দেওয়া হবে না। শিক্ষা–পরিবেশ নষ্টকারী আয়োজনের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে মাইক, ডিজে সাউন্ড, মেলা, গান–বাজনা সংক্রান্ত যেকোনো আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে ও কেউ তা অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে শিক্ষক–অভিভাবকদের একটাই দাবি,পরীক্ষার সময় পড়ার পরিবেশ চাই।

পূবাইল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন— পরীক্ষা চলছে, বই–খাতা খোলা রেখে পড়াশোনা করতে হচ্ছে। এমন সময় মাঠে সাউন্ড–সিস্টেমে রাতভর গানের আসর বসানো শিক্ষা–বিরোধী ও দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত।

অভিভাবক রহিমা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন,আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী। সারারাত সাউন্ড বাজলে ওর পড়াশোনা অসম্ভব হয়ে যাবে। প্রশাসন যেটা করলো সেটা সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ।

পার্শ্ববর্তী মাদরাসার একজন শিক্ষক বলেন,আমাদের হেফজ বিভাগের শিক্ষার্থীরা রাতে ও শেষ রাতে কোরআন মুখস্থ করে। শব্দদূষণ শুধু পড়ার ক্ষতি নয়, নৈতিক ক্ষতির গভীর আশঙ্কা তৈরি করে।

বাউলগানের আয়োজক কমিটির সাধারণ সম্পাদক,মামুন মিয়া আগামী বছর ১৬-১৭ জানুয়ারি পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের উদ্যোগে মাহফিলের বিষয়ে কটুক্তি করায় সাধারণ ধর্মপ্রাণ মুসলমানেরা ক্ষোভে ফুসে উঠেছেন। মামুন তার ফেসবুক আইডি থেকে মাহফিলকে ধান্ধাবাজি ও ব্যবসা হিসাবে কটুক্তি করেছেন।এই ঔদ্ধত্যপূর্ণ ইসলাম বিরুধী কটুক্তির জন্য মামুনের শাস্তি দাবি করেছে এলাকাবাসী।

পুলিশ ও প্রশাসনের অবস্থান আরও স্পষ্ট জানিয়ে পূবাইল থানার ওসি মোল্লা মো. খালিদ হোসেন জানান,শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসন যেকোনো অনাকাঙ্ক্ষিত অনুষ্ঠান বন্ধ করে দেবে। কেউ অনুমতি ছাড়া কোনো আয়োজন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর আশা ও আবেদন সেই এএকটাই , শিক্ষা হোক সর্বোচ্চ অগ্রাধিকার। এলাকাবাসীর মতে,সংস্কৃতি থাকতে পারে, আয়োজনও হতে পারে, কিন্তু সময় ও স্থান বিবেচনা করেই। পরীক্ষার সময় রাতভর সাউন্ড–সিস্টেমে গান–বাজনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এলাকাবাসী আরও জানান, পরীক্ষার সময় শিক্ষার পরিবেশ বিনষ্টকারী কোনো আয়োজনই সমাজ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না। প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং সচেতন নাগরিক সবারই লক্ষ্য একটাই: শিশু–কিশোরদের উজ্জ্বল ভবিষ্যৎ আর একটাই শ্লোগান, “শিক্ষা আগে, আনন্দ পরে”।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩