রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন
মাসুম বিল্লাহ, পটুয়াখালী প্রতিনিধি:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, বাউফল উপজেলা শাখার আয়োজনে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদিন ব্যাপী বাউফল উপজেলা মসজিদ হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় ৫ পারা গ্রুপে শ্রেষ্ঠ প্রথম স্থান অধিকার করেন বাউফল মদিনাতুল উলূম নুরানি হাফেজি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ।
এছাড়াও, ৩০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেন সানেস্বর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মোহাম্মদ শাফিন এবং তৃতীয় স্থান অধিকার করেন মদনপুরা জামিয়া কুরআনিয়া হাফেজিয়া মাদ্রাসার একজন শিক্ষার্থী। চতুর্থ স্থান অর্জন করেন দক্ষিণ পোনাহুরা হাফেজিয়া মাদ্রাসার প্রতিযোগী।
বাউফল উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুফতি আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ আনিচুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবদুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন ও দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা আবদুল মতিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন খেলাফতে ইসলামির পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি ও বাউফল আসনে এমপি প্রার্থী অধ্যাপক আইয়ুব বিন মুছা।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩