রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৬:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠন : ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা টানা পঞ্চমবার জন্ম-মৃত্যু নিবন্ধনে প্রথম দুমকি উপজেলা লংগদুতে জনশ্রোতে পরিনত দীপেন দেওয়ান’র মতবিনিময় সভা কুড়িগ্রামের রাজারহাটে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত দুই মাসে ডেঙ্গুতে কুয়াকাটায় ৯ জনের মৃত্যু, ফগিং অভিযান শুরু পোস্টাল ভোটিং জটিল হলেও বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি পূবাইলে বার্ষিক পরীক্ষার সময়ে বাউল গানের অনুমতি দিবেনা প্রশাসন কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার স্মরণসভা‍য় মাদ্রাসা ও পাঠাগার প্রতিষ্ঠার আহ্বান বাউফলে ৩০তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবগঞ্জের গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজে বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নতুন কমিটি ভাইস চেয়ারম্যান কাচ্চু, সেক্রেটারী মফিজ উদ্দিন নোয়াখালী কবিরহাটে ফখরুল ইসলামের নির্বাচনী সমাবেশ রামভদ্রপুরে ধানেরশীষের পক্ষে লিফলেট বিতরণ ও গনসংযোগ আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম গ্রেপ্তার নবীনগরে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাদ্রাসায় সহায়তা পৌঁছে দিল আর.কে ফাউন্ডেশন কুড়িগ্রাম-১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল মাভাবিপ্রবিতে নরসিংদী জেলা ছাত্র পরিষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নীলফামারী-৪ আসনে এনসিপির মনোনয়ন পেলেন আবু সাঈদ লিওন

মাদ্রাসায় সহায়তা পৌঁছে দিল আর.কে ফাউন্ডেশন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংগঠন আর.কে ফাউন্ডেশন মধ্য কোনাখালী রওজাতুল কোরআন নূরানী মাদ্রাসায় ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। “সুন্দর পৃথিবী সবার জন্য”, এই শ্লোগানকে ধারণ করে ফাউন্ডেশনটি সমাজের বিভিন্ন মানবিক উদ্যোগে কাজ করে যাচ্ছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদ হোছাইন, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক মাওলানা নোমান উদ্দিন, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক মোহাম্মদ সালাহউদ্দিন ও হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে অংশ নেন পেকুয়া মানবিক টিমের সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ জাবেদ।

মাত্র দুই সদস্যকে নিয়ে যাত্রা শুরু করা আর.কে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। দুই সদস্যের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবক এ.জে. নেজামউদ্দিন। অন্য সদস্য পরিচয় প্রকাশে অনিচ্ছুক, নেপথ্যে থেকেই মানবিক কাজে নিজেকে নিবেদিত রাখতে চান।

ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে বেশ কিছু সহায়তা প্রদান করা হয়েছে। ২০২৪ সালে বন্যার্ত মানুষের জন্য আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে ১৮ হাজার টাকা অনুদান, একজন অসুস্থ ব্যক্তিকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা, একটি হাফেজিয়া মাদ্রাসায় সৌরবিদ্যুৎ সেটআপ স্থাপনসহ বিভিন্ন মানবিক কাজে ভূমিকা রাখছে ফাউন্ডেশনটি। মাঝখানে নানা কারণে কার্যক্রম কিছুদিন স্থবির থাকলেও দুই সদস্যের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, দুই সদস্য ছাড়া আর.কে ফাউন্ডেশন এখনো কোনো বাহ্যিক অনুদান গ্রহণ করেনি। নিজেদের সামর্থ্য দিয়েই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এ.জে. নেজামউদ্দিন বলেন, “মানুষ মানুষের জন্য। আমরা যেখানেই থাকি, নিজের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়াই, তাহলে সমাজে আর অভাব বা সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর.কে ফাউন্ডেশন সেই বিশ্বাস থেকেই কাজ করছে।”

স্থানীয়দের মতে, ছোট পরিসরের এই উদ্যোগটি এলাকার তরুণদের জন্য এক অনুপ্রেরণাদায়ী উদাহরণ হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩