শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদ্রাসায় সহায়তা পৌঁছে দিল আর.কে ফাউন্ডেশন

কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে মানবিক কার্যক্রম পরিচালনাকারী সংগঠন আর.কে ফাউন্ডেশন মধ্য কোনাখালী রওজাতুল কোরআন নূরানী মাদ্রাসায় ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। “সুন্দর পৃথিবী সবার জন্য”, এই শ্লোগানকে ধারণ করে ফাউন্ডেশনটি সমাজের বিভিন্ন মানবিক উদ্যোগে কাজ করে যাচ্ছে।

অনুদান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আহমদ হোছাইন, কোষাধ্যক্ষ নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক মাওলানা নোমান উদ্দিন, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবক মোহাম্মদ সালাহউদ্দিন ও হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।

অতিথি হিসেবে অংশ নেন পেকুয়া মানবিক টিমের সদস্য আব্দুল হামিদ ও মোহাম্মদ জাবেদ।

মাত্র দুই সদস্যকে নিয়ে যাত্রা শুরু করা আর.কে ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে। দুই সদস্যের একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও স্থানীয় স্বেচ্ছাসেবক এ.জে. নেজামউদ্দিন। অন্য সদস্য পরিচয় প্রকাশে অনিচ্ছুক, নেপথ্যে থেকেই মানবিক কাজে নিজেকে নিবেদিত রাখতে চান।

ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে ইতোমধ্যে বেশ কিছু সহায়তা প্রদান করা হয়েছে। ২০২৪ সালে বন্যার্ত মানুষের জন্য আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে ১৮ হাজার টাকা অনুদান, একজন অসুস্থ ব্যক্তিকে ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা, একটি হাফেজিয়া মাদ্রাসায় সৌরবিদ্যুৎ সেটআপ স্থাপনসহ বিভিন্ন মানবিক কাজে ভূমিকা রাখছে ফাউন্ডেশনটি। মাঝখানে নানা কারণে কার্যক্রম কিছুদিন স্থবির থাকলেও দুই সদস্যের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, দুই সদস্য ছাড়া আর.কে ফাউন্ডেশন এখনো কোনো বাহ্যিক অনুদান গ্রহণ করেনি। নিজেদের সামর্থ্য দিয়েই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এ.জে. নেজামউদ্দিন বলেন, “মানুষ মানুষের জন্য। আমরা যেখানেই থাকি, নিজের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়াই, তাহলে সমাজে আর অভাব বা সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আর.কে ফাউন্ডেশন সেই বিশ্বাস থেকেই কাজ করছে।”

স্থানীয়দের মতে, ছোট পরিসরের এই উদ্যোগটি এলাকার তরুণদের জন্য এক অনুপ্রেরণাদায়ী উদাহরণ হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩