মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসাল মিশিগান চ্যাপ্টারের নতুন কমিটি গঠন কুমিল্লা জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি স্বপন সম্পাদক রাকিবুল নজরুল বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ সংঘের নতুন কমিটি গঠন

‎কলাপাড়ার মনসাতলীতে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের উদ্বোধন

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (‎পটুয়াখালী) প্রতিনিধি:

‎গুড নেইবারস্ বাংলাদেশ ও গুড নেইবারস্ জাপানের সহযোগিতায় এবং জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের মনসাতলীতে নির্মাণাধীন বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের (সাইক্লোন শেল্টার ও ক্যাটেল শেল্টার) উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

গুড নেইবারস্ বাংলাদেশের উদ্যোগে ও জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় (MOFA) এর অর্থায়নে বাস্তবায়িত এ প্রকল্পে মোট ৩টি বহুমুখী মডেল সাইক্লোন আশ্রয়কেন্দ্র নির্মিত হয়েছে। প্রতিটি আশ্রয়কেন্দ্রে দুর্যোগকালীন সময়ে প্রায় ৪,৮০০ জন মানুষ এবং ৪০৫টি পরিবারের গবাদিপশু নিরাপদে আশ্রয় নিতে পারবে। পাশাপাশি স্কুল-কাম-সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়েছে, যা দুর্যোগের সময় শিক্ষার্থীসহ স্থানীয়দের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপান এম্বাসির ফাস্ট সেক্রেটারি মি.কারাসাওয়া শিনজু।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, গুড নেইবারস্ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজ, গুড নেইবারস্ জাপানের প্রধান টেকনিক্যাল পারসন ম্যারী মিকসুমু এবং কলাপাড়া উপজেলা সিপিপি’র সহকারী পরিচালক আসাদুজ্জামান খান।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপি’র সভাপতি আব্দুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দীন আহম্মেদ টিপু, ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা হেদায়েতুল্লাহ জিহাদী, গুড নেইবারস্ কলাপাড়া উপজেলা প্রজেক্ট কো-অর্ডিনেটর দীপক কুমার দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

‎গুড নেইবারস্ জাপানের ফাস্ট সেক্রেটারি মি. কারাসাওয়া শিনজু বলেন, “বাংলাদেশের দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকায় এ ধরণের উদ্যোগ দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

‎‎বক্তারা জানান, এসব আশ্রয়কেন্দ্রে সৌরবিদ্যুৎ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যানিটেশন, পশুর জন্য আলাদা নিরাপদ কক্ষ এবং শিশু-বান্ধব স্পেস রাখা হয়েছে, যা উপকূলীয় এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনার একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

‎গুড নেইবারস্ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার, ইউনিয়ন পরিষদ, কমিউনিটি লিডার ও জনগণের অংশগ্রহণে একটি টেকসই দুর্যোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

শেষে গুড নেইবারস্ বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মিসেস ইউকি ইয়োশিমোরা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাওয়ার আশ্বাস দেন।

‎বক্তারা আরও বলেন, এ আশ্রয়কেন্দ্র স্থানীয় মানুষ ও গবাদিপশুর জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করবে এবং দুর্যোগকালে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে একটি মাইলফলক হয়ে থাকবে।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩