বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুড়িগ্রামে একসাথে ২২ জন শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান ইলিশর রক্ষায় ১৫ জেলের কারাদন্ড ও জাল জব্দ শিক্ষক-কর্মচারীদের উপর হামলার প্রতিবাদে কালাইয়ে মানববন্ধন খুবি ক্যারিয়ার ক্লাবের সাত বছরে পদার্পণ রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

জাবিতে ১৫ নং ছাত্রী হল সংসদের শপথ গ্রহণ সম্পন্ন

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নিয়ম বহির্ভূতভাবে এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা সেই ১৫ নং ছাত্রী হল (সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে হলের প্রভোস্ট ও সংসদের সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি শপথবাক্য পাঠ করান।

নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা হলেন—
সহ সভাপতি (ভিপি): অর্থনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ শারমিন খাতুন সাধারণ সম্পাদক (জিএস): প্রাণীবিদ্যা বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মেহনাজ মোহনা যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস): মার্কেটিং বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানা বিনতে রহমত রিডিং রুম সম্পাদক: লোক-প্রশাসন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা রুপা ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক: নৃবিজ্ঞান বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী নুশরিকা অদ্রি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ মিশকাত জাহান সমাজসেবা সম্পাদক: পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আরওয়া রহমান মাইশা সামাজিক বিনোদন ও ড্রামা সম্পাদক: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী সামিরা তাসমিম সাফা ক্রীড়া সম্পাদক: বাংলা বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ স্নিগ্ধা আক্তার কার্যকরী সদস্য: ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ মেহেরুন্নেছা সরনী এবং ইংরেজি বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী ফাইজা আনতারা তবে সাহিত্য সম্পাদক, কমনরুম সম্পাদক, সহ-ক্রীড়া সম্পাদক এবং কার্যকরী সদস্যের একটি পদে কোনো প্রার্থী না থাকায় পদগুলো শূন্য রয়েছে।

শপথ গ্রহণ শেষে ১৫ নং ছাত্রী হলের নব নির্বাচিত সহ সভাপতি শারমিন খাতুন বলেন, “হলের সকল শিক্ষার্থীর আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমি এই দায়িত্বে এসেছি। হলে দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আমি কাজ করবো।”

তিনি আরও বলেন, “বিশেষ করে হলে জেনারেটরের ব্যবস্থা করা, ভবনের কাঠামো অনুযায়ী একটি লিফট স্থাপন, নিরাপদ সুপেয় পানির জন্য ফিল্টার বসানো এবং শিক্ষার্থীদের জন্য একটি সবজি কর্নারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের কথা বিবেচনা করে ইনডোর গেমসের সরঞ্জাম এবং একটি জিমনেসিয়াম স্থাপন করার কথাও ব্যক্ত করেন। এছাড়াও দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন এইজন্য সবার নিকট সহোযোগিতা কামনা করেন তিনি।”

১৫ নং ছাত্রী হল (সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) সংসদ শপথ গ্রহণ অনুষ্ঠানে হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “দায়িত্ব নিতে গিয়ে ভয় পাওয়া যাবে না। দায়িত্ব গ্রহণের পর এমনভাবে কাজ করতে হবে যেন তোমরা বহুবছর যাবত এই দায়িত্ব পালন করে আসছো। কনফিডেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মেয়েদের মধ্যে কনফিডেন্সের ঘাটতি প্রায়শই দেখা যায়, আর আমি চাই তোমরা এখান থেকেই পরিবর্তন শুরু করো।”

তিনি আরও বলেন, “আমাদের মধ্যে ভিন্ন মতাদর্শ থাকতেই পারে, কিন্তু হলের স্বার্থে বা দেশের স্বার্থে কোনো ছাড় দেওয়া যাবে না। মতভিন্নতা থাকলেও তা যেন বিভেদের রূপ না নেয় এ ব্যাপারে তোমাদের সজাগ থাকতে হবে। বিশেষ করে ভিন্ন মতাদর্শ নিয়ে কিভাবে চলতে হয় আমি চাই এইটা এখান থেকে শুরু হোক।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “আমি চাই না আমার হলের মেয়েরা পড়াশোনা বাদ দিয়ে রান্না-বান্নায় মনোনিবেশ করুক। তোমাদের প্রধান দায়িত্ব হলো পড়াশোনা করা। হলে যেহেতু ডাইনিং সিস্টেম রয়েছে, তোমরা পড়াশোনায় মন দাও।

যখন পারিবারিক জীবনে যাবে তখন রান্না-বান্না বা অন্যান্য দায়িত্ব পালন করবে, তখন তোমাদের সহায়তার জন্য পার্টনার থাকবে। এখনই তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা।”

সবশেষে তিনি বলেন, “তোমাদের দেখিয়ে দিতে হবে জেন জি বিপ্লবও করতে পারে, আবার ভালোবাসাও দিতে পারে। আত্মবিশ্বাস নিয়ে, ঐক্যবদ্ধভাবে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে তোমরা হলে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে এটাই আমার প্রত্যাশা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩