শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক শ্রীবরদীতে তালা ভেঙ্গে পরীক্ষা নিলেন ইউএনও মাভাবিপ্রবিতে অপ্রীতিকর অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে আটক দুই সন্তানের মা প্রার্থিতা স্থগিতের পর নতুন চমক, নাদিরা মিঠু বিএনপির মনোনীত প্রার্থী কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক ডিমলায় কৃষকদের মাঝে সার ও ধান বীজ বিতরণ দোয়ারাবাজার সীমান্তে চেলা নদীতে বালু উত্তোলনকালে মাটি চাপায় যুবক আহত মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী চারঘাটে পৌরসভা মাস্টার প্ল্যান সংক্রান্ত বিষয়ে পরামর্শকরণ সভা চারঘাটে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত লালপুরে ছেলের প্রতি অভিমান, মায়ের মর্মান্তিক আত্মহত্যা ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে সলিয়াবাকপুরে শ্রমিকদলের আয়োজনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত কমলনগরে চকলেট ও টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা বাউফলে মানসিক ভারসাম্যহীন ছেলের আগুনে পুড়ে গেল ঘর খালেদা জিয়ার সুস্থতা কামনায় পবিপ্রবি জিয়া পরিষদের মিলাদ ও দোয়া মাহফিল শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘Career Path and Higher Education Expo-2025’ অনুষ্ঠিত শেরপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলামের নির্বাচনী আলোচনা সভা নাসির নগরে ০৮ বছরের এক শিশুকে ধর্ষনের পর হত্যার অভিযোগ

জাবিতে ১৫ নং ছাত্রী হল সংসদের শপথ গ্রহণ সম্পন্ন

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন চলাকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে নিয়ম বহির্ভূতভাবে এক ঘণ্টা ভোট গ্রহণ স্থগিত রাখা সেই ১৫ নং ছাত্রী হল (সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আটটার দিকে হলের প্রভোস্ট ও সংসদের সভাপতি উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি শপথবাক্য পাঠ করান।

নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা হলেন—
সহ সভাপতি (ভিপি): অর্থনীতি বিভাগের ৪৯ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ শারমিন খাতুন সাধারণ সম্পাদক (জিএস): প্রাণীবিদ্যা বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মেহনাজ মোহনা যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস): মার্কেটিং বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানা বিনতে রহমত রিডিং রুম সম্পাদক: লোক-প্রশাসন বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী উম্মে হাবিবা রুপা ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক: নৃবিজ্ঞান বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী নুশরিকা অদ্রি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক: ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ মিশকাত জাহান সমাজসেবা সম্পাদক: পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী আরওয়া রহমান মাইশা সামাজিক বিনোদন ও ড্রামা সম্পাদক: নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী সামিরা তাসমিম সাফা ক্রীড়া সম্পাদক: বাংলা বিভাগের ৫৩ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ স্নিগ্ধা আক্তার কার্যকরী সদস্য: ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ তম ব্যাচের শিক্ষার্থী মোছাঃ মেহেরুন্নেছা সরনী এবং ইংরেজি বিভাগের ৫২ তম ব্যাচের শিক্ষার্থী ফাইজা আনতারা তবে সাহিত্য সম্পাদক, কমনরুম সম্পাদক, সহ-ক্রীড়া সম্পাদক এবং কার্যকরী সদস্যের একটি পদে কোনো প্রার্থী না থাকায় পদগুলো শূন্য রয়েছে।

শপথ গ্রহণ শেষে ১৫ নং ছাত্রী হলের নব নির্বাচিত সহ সভাপতি শারমিন খাতুন বলেন, “হলের সকল শিক্ষার্থীর আস্থা ও ভালোবাসার জায়গা থেকে আমি এই দায়িত্বে এসেছি। হলে দীর্ঘদিন ধরে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে আমি কাজ করবো।”

তিনি আরও বলেন, “বিশেষ করে হলে জেনারেটরের ব্যবস্থা করা, ভবনের কাঠামো অনুযায়ী একটি লিফট স্থাপন, নিরাপদ সুপেয় পানির জন্য ফিল্টার বসানো এবং শিক্ষার্থীদের জন্য একটি সবজি কর্নারের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে। তাছাড়া শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশের কথা বিবেচনা করে ইনডোর গেমসের সরঞ্জাম এবং একটি জিমনেসিয়াম স্থাপন করার কথাও ব্যক্ত করেন। এছাড়াও দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারেন এইজন্য সবার নিকট সহোযোগিতা কামনা করেন তিনি।”

১৫ নং ছাত্রী হল (সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল) সংসদ শপথ গ্রহণ অনুষ্ঠানে হলের প্রভোস্ট ও হল সংসদের সভাপতি সহযোগী অধ্যাপক শামীমা নাসরীন জলি নবনির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে বলেন, “দায়িত্ব নিতে গিয়ে ভয় পাওয়া যাবে না। দায়িত্ব গ্রহণের পর এমনভাবে কাজ করতে হবে যেন তোমরা বহুবছর যাবত এই দায়িত্ব পালন করে আসছো। কনফিডেন্সটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের মেয়েদের মধ্যে কনফিডেন্সের ঘাটতি প্রায়শই দেখা যায়, আর আমি চাই তোমরা এখান থেকেই পরিবর্তন শুরু করো।”

তিনি আরও বলেন, “আমাদের মধ্যে ভিন্ন মতাদর্শ থাকতেই পারে, কিন্তু হলের স্বার্থে বা দেশের স্বার্থে কোনো ছাড় দেওয়া যাবে না। মতভিন্নতা থাকলেও তা যেন বিভেদের রূপ না নেয় এ ব্যাপারে তোমাদের সজাগ থাকতে হবে। বিশেষ করে ভিন্ন মতাদর্শ নিয়ে কিভাবে চলতে হয় আমি চাই এইটা এখান থেকে শুরু হোক।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, “আমি চাই না আমার হলের মেয়েরা পড়াশোনা বাদ দিয়ে রান্না-বান্নায় মনোনিবেশ করুক। তোমাদের প্রধান দায়িত্ব হলো পড়াশোনা করা। হলে যেহেতু ডাইনিং সিস্টেম রয়েছে, তোমরা পড়াশোনায় মন দাও।

যখন পারিবারিক জীবনে যাবে তখন রান্না-বান্না বা অন্যান্য দায়িত্ব পালন করবে, তখন তোমাদের সহায়তার জন্য পার্টনার থাকবে। এখনই তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা।”

সবশেষে তিনি বলেন, “তোমাদের দেখিয়ে দিতে হবে জেন জি বিপ্লবও করতে পারে, আবার ভালোবাসাও দিতে পারে। আত্মবিশ্বাস নিয়ে, ঐক্যবদ্ধভাবে এবং সুন্দর ব্যবহারের মাধ্যমে তোমরা হলে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে এটাই আমার প্রত্যাশা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩