রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৮:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
সুন্দরবনে রাস উৎসবে যাওয়ার সময় হরিণের ফাঁদসহ আটক ৭ ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু ঢাবি ভাস্কর্য বিভাগের সপ্তাহব্যাপী বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রানার্স আপ জাবির “নাট্যম” বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা সুদানে গণহত্যার প্রতিবাদে জবি হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন বাউফল সোনালী ব্যাংকের শাখা স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন নওগাঁয় অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে ধান, আলু ও সবজির খেত ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে টানা বৃষ্টিতে ধান গাছ নুয়ে পড়ায় কৃষকের দুশ্চিন্তা পঞ্চগড় সদর হাসপাতাল উন্নয়নে জামায়াতে ইসলামীর ১০ লক্ষ টাকার চেক প্রদান কুমিল্লা বিভাগসহ ১০ দফা দাবিতে ঢাকাস্থ মুরাদনগর সমিতির মানববন্ধন সড়ক দুর্ঘটনায় বেকারি শ্রমিক নিহত মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার কিশোরগঞ্জে গোয়েন্দা অভিযানে জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ইটনায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন কুয়াকাটায় ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ: মাছ বিতরণ এতিমখানায় গাজীপুরে আলোচিত রনি হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে অগণিত শারীরিক উপকার

শাওন বল, মাদারীপুর প্রতিনিধিঃ

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নামাজ মুসলমানদের জন্য ফরজ ইবাদত। তবে শুধু আধ্যাত্মিক নয়, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার মাধ্যমে শারীরিকভাবেও অনেক উপকার পাওয়া যায়। চিকিৎসাবিজ্ঞানীরা মনে করেন, নামাজের প্রতিটি ধাপই একধরনের ব্যায়াম, যা শরীরকে সুস্থ রাখতে সহায়ক।

নামাজের মধ্যে দাঁড়ানো, রুকু, সেজদা এবং বসার নিয়মিত অনুশীলন শরীরের পেশি, স্নায়ু ও হাড়কে সক্রিয় রাখে। বিশেষজ্ঞরা জানান, দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে শরীরের জয়েন্ট বা সন্ধিগুলো নরম ও নমনীয় থাকে। ফলে আর্থ্রাইটিস বা হাড়-সন্ধির ব্যথার ঝুঁকি অনেকটাই কমে যায়।

এছাড়া, সেজদার সময় মাথা নিচু করার কারণে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এর ফলে মনোযোগ, স্মৃতিশক্তি ও মানসিক শান্তি বজায় থাকে। চিকিৎসাবিদরা আরও বলেন, এ অবস্থায় রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং মাথাব্যথা বা মাইগ্রেনের ঝুঁকিও হ্রাস পায়।

রুকু ও সেজদার মাধ্যমে মেরুদণ্ড সোজা ও স্থিতিশীল থাকে। দীর্ঘসময় বসে থাকার কারণে অনেক সময় কোমর ও পিঠে ব্যথা হয়। নিয়মিত নামাজের অনুশীলন এ ধরনের ব্যথা কমাতে সাহায্য করে। তাছাড়া, নামাজের জন্য নিয়মিত উঠা-বসা শরীরকে চনমনে রাখে এবং অতিরিক্ত ক্যালোরি পোড়ায়, যা ওজন নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক।

শুধু তাই নয়, নামাজ পড়ার সময় শ্বাস-প্রশ্বাস ধীর ও ছন্দময় হয়। ফলে ফুসফুস ভালো থাকে এবং শরীরে অক্সিজেন সঞ্চালন বৃদ্ধি পায়। বিশেষজ্ঞরা মনে করেন, এটি একধরনের প্রাকৃতিক মেডিটেশন, যা দুশ্চিন্তা, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি শারীরিক সুস্থতাও বজায় থাকে নামাজের মাধ্যমে—এমন মন্তব্য করেছেন চিকিৎসক ও স্বাস্থ্য গবেষকরা। তাই বলা যায়, প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজ শুধু আত্মার প্রশান্তি নয়, শরীরকেও রাখে সুস্থ, সবল ও কর্মক্ষম।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩