বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
অবহেলা আর কষ্টের প্রতিচ্ছবি: পটুয়াখালী কলাপাড়া হাসপাতালের এক অসহায় জীবন মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ইন্জিনিয়ার ফাহিম চৌধুরীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ নারী ভোটারদের নিয়ে মফিকুল হাসান তৃপ্তির প্রাণবন্ত উঠান বৈঠক পায়রা নদীতে ১৮ কেজির বিশাল পাঙ্গাসে চমক কুবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা রাউজানের শীর্ষ সন্ত্রাসী মেজর ইকবাল গ্রেপ্তার বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন জাবিপ্রবি’র মো: আরিফুল ইসলাম আরিফ দোয়ারাবাজারের কৃতি কন্যা শারমিন জাহান মিতা ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরলাপাং হয়তো থাকবেই না আগামী মানচিত্রে- মেঘনার গর্ভে বিলীন হতে বসা এক গ্রাম অনলাইনে সেনা ও নৌবাহিনীর সদস্য সেজে প্রতারণা মূলহোতা গ্রেফতার কক্সবাজারে ছাত্রলীগ কর্মী ইমরান গ্রেপ্তার, প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকির অভিযোগ কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে-আমিনুল হক হাঁস পালন করে ভাগ্য বদলাচ্ছেন তরুণ জোবায়ের হোসেন বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১ সীমান্তে হত্যা বন্ধসহ বিভিন্ন কার্যক্রম নিয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র সংবাদ সম্মেলন

পাকুন্দিয়ায় পতিত জমিতে তিল চাষে সাফল্য

 

মিয়া মোাহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ের বিশাল পতিত জমিতে প্রথমবারের মতো তিল চাষে সাফল্য লাভ করেছেন কৃষক আলফাজ উদ্দিন মানিক। চরের ৩৫ বিঘা জমিতে তিনি বিনা তিল-২ জাতের আবাদ করেছেন। এতে প্রথমবারেই বাম্পার ফলন পেয়েছেন। খরচ মিটিয়ে কয়েকগুণ লাভের আশা করছেন এ কৃষক। তার এ সফলতা দেখে অন্য কৃষকেরাও পতিত জমিতে তিল চাষে আগ্রহ দেখাচ্ছেন।

জানা গেছে, পাকন্দিয়া উপজেলার জাঙালিয়া ইউনিয়নের চরকাওনা এলাকা সংলগ্ন ব্রহ্মপুত্র নদেরপাড়ের লক্ষীরচরে ছয় বছরের জন্য ৩৫ বিঘা জমি ইজারা নেন ওই গ্রামেরই আলফাজ উদ্দিন মানিক। এরপর পতিত জমির আগাছা পরিস্কার করে সেখানে তিনি কৃষি বিভাগের পরামর্শে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বিনাতিল-২ এর আবাদ করেন। এতে তার বিঘা প্রতি সব মিলিয়ে খরচ হয়েছে চার হাজার টাকা। যে ফলন এসেছে তাতে বিঘা প্রতি ৪-৫মণ করে ফলন পাওয়ার আশা করছেন। বর্তমান বাজারে প্রতিমণ তিল ৫২০০-৫৫০০টাকায় বিক্রি হচ্ছে। সে হিসেবে তিনি খরচ মিটিয়ে কয়েকগুণ বেশি লাভের আশা করছেন।

উপজেলা কৃষি বিভাগ জানায়, বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চরকাওনা লক্ষীরচরে ৩৫ বিঘা জমিতে প্রথমবারের মতো বিনা উদ্ভাবিত উন্নতজাত বিনা তিল-২ এর আবাদ করা হয়েছে। এতে প্রথমবারেই ব্যাপক ফলন এসেছে। খরচ মিটিয়ে আর্থিকভাবে লাভবান হবেন চাষিরা। তাছাড়া তিলের বাজার দরও ভালো। ওই পাঁচজনের সফলতা দেখে অন্য কৃষকেরাও তিল চাষে ঝুঁকছেন। আগামিতে এ উপজেলায় তিলের আবাদ আরো বাড়বে।

তিল চাষি আলফাজ উদ্দিন মানিক বলেন, ছয় বছরের জন্য ব্রহ্মপুত্র চরের ৩৫ বিঘা জমি ইজারা নিই। এরপর সেখানে পরপর দুইবছর আলুর চাষ করেছি। বছরে একটি ফলনই হতো। পরবর্তীতে কৃষি বিভাগের পরামর্শে বিনার সহযোগিতায় আরো চারজনকে নিয়ে পুরো জমিতে বিনাতিল-২ এর আবাদ করি। চলতি বছরের এপ্রিল মাসের মাঝামাঝিতে জমিতে বীজ বপন করি। বর্তমানে প্রতিটি তিলগাছে ফলন এসেছে।আগামি এক সপ্তাহের মধ্যে কর্তন শুরু হবে।তিনি আরো জানান, তিল চাষে প্রথমবারেই এমন বাম্পার ফলনে আমরা খুবই খুশি। আশা করছি খরচ মিটিয়ে কয়েকগুণ লাভ হবে।

স্থানীয় আরেক কৃষক শহীদুল ইসলাম বলেন, চরের পতিত জমিতে তিল চাষে এমন ফলন আসে তা আগে দেখিনি। আমরাও পতিত জমিতে তিল চাষ করব বলে ঠিক করেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুর-ই-আলম বলেন, আমাদের উদ্দেশ্যে হচ্ছে এক ফসলি জমিকে দুই ফসলি জমিতে এবং পতিত জমিগুলোকে আবাদের আওতায় নিয়ে আসা। সেজন্য বিনার সহযোগিতায় ওই এলাকায় এক সঙ্গে ৩৫ বিঘা পতিত জমিতে বিনাতিল-২ এর আবাদ করানো হয়েছে। এতে বাম্পার ফলন এসেছে। আগামিতে পাশের পতিত জমিগুলোও আবাদের আওতায় চলে আসবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩