শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
ড্রাম ট্রাকের চাপায় যুবক নিহত নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে অনুষ্ঠিত হয়েছে বউ-শাশুড়ি মেলা গুচ্ছ ভর্তি পরীক্ষা ২০২৫–২৬: নেতৃত্বে ইবি ও পবিপ্রবি বাউফলে ড. মাসুদের গণসংযোগ নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত পাইপ ফেটে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে ২০ জেলে আহত মাভাবিপ্রবিতে সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ অনুষ্ঠিত মুন্সিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী হতে চান আ. ক. ম. মোজাম্মেল হক কুড়িগ্রামে দুর্গম এলাকায় বসবাসকারী ৬ হাজারেরও অধিক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে ব্র্যাক বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ৯০ দিনে কুরআনের হাফেজ হলেন মাহদী রাজাপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে চান বাঘাইছড়িবাসী পটিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মুরাদনগরে অবৈধ ড্রেজার ও পাইপলাইন উচ্ছেদে উপজেলা প্রশাসনের ব্যাপক অভিযান কুবিতে ’হাল্ট প্রাইজ ২০২৫-২৬’- এর আয়োজক কমিটি ঘোষণা একাধিক হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগর গ্রেপ্তার জুবায়ের হত্যাকান্ড নিয়ে জবি শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন গজারিয়ায় শ্যামা সংঘের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা কালীপূজার রজত জয়ন্তী উদযাপন জাবিতে ডেঙ্গু প্রতিরোধে লাল সবুজ উন্নয়ন সংঘের ক্যাম্পেইন শুরু

পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নে যুব বিভাগের উদ্যোগে গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক গুরুত্বপূর্ন শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ধরঞ্জী শ্রিমন্তপুর গ্রামীন কেজি স্কুলের হল রুমে এই শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে ৫ জন করে নেতাকর্মী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ডাঃ মোঃ রায়হান সরকার।

বৈঠকের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

যুব সমাজের দায়িত্ব শুধু খেলাধুলায় সীমাবদ্ধ নয়; বরং সমাজ, শিক্ষা, গণমাধ্যম ও রাজনীতিসহ প্রতিটি ক্ষেত্রে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া তাদের কর্তব্য। বর্তমানে যখন সমাজে নৈতিক অবক্ষয়, অপসংস্কৃতি ও বিভ্রান্তির ছড়াছড়ি, তখন যুবকদের উচিত সাহসের সাথে সত্য কথা বলা, ইসলামী শিক্ষা প্রচার এবং নতুন প্রজন্মকে আদর্শিক পথে পরিচালনা করা।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি নৈতিক ও আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে অবিচল সংগঠন। এই পথে যুব সমাজের সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি। তাই সমাজে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উক্ত শিক্ষা বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার। তিনি বলেন, ইসলামী রাষ্ট্রব্যবস্থা কায়েম ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে যুবকদের আন্তরিকভাবে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আগামী জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলনের বিজয়ের জন্য সবাইকে নিরলস ভাবে কাজ করার আহবান জানান।

অন্যান্য বক্তাদের মধ্যে আরও বক্তব্য রাখেন ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সাজেদুর রহমান সাজু, ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি ডাঃ মোঃ মাহবুব আলম, ইউনিয়ন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩