মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে ‘ডিসপিউট সেটেলমেন্ট মেকানিজমস অব রিয়েল এস্টেট ট্রানজেকশন ইন বাংলাদেশ: এ স্টাডি ইন ঢাকা সিটি’ শীর্ষক পিএইচডি সেমিনার (সেকেন্ড) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনে আইন অনুষদের সেমিনার কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এর আগে এ বিষয়ে প্রথম সেমিনার সম্পন্ন করা হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। গবেষণাটির তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মাহবুব বিন শাহজাহান।
সেমিনারে আইন বিভাগের অধ্যাপক ও অ্যাডভান্স স্টাডি কমিটির চেয়ারম্যান ড. সেলিম তোহার সভাপতিত্বে বিশেষজ্ঞ হিসেবে ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল করিম খান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হালিমা খাতুন ও আল ফিকহ অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আলতাফ হোসেন। এছাড়াও ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক বিলাসী সাহা-সহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গবেষক মেহেদী হাসানের উপস্থাপিত প্রবন্ধের মূল বিষয়বস্তু- রিয়েল এস্টেট সংক্রান্ত বিরোধের মূল কারণগুলি বিশ্লেষণ করা এবং এই বিরোধগুলি সমাধানের জন্য কার্যকর উপায় খুঁজে বের করা। এইসব বিরোধ ও বাঁধা উত্তরণে প্রয়োজনীয় আইন সংশোধন বা প্রণয়ন করা। বিশেষ করে ঢাকায় যেসব রিয়েল স্টেট কোম্পানি আছে তা নিয়ে গবেষণা করে ভবিষ্যতে অন্যান্য শহরেও এর কার্যকর ভূমিকা রাখা।
তিনি সেমিনার শেষে জানান, গতবারে মূল আলোচনা ছিল। আজকে দ্বিতীয় সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ে কারণ খুঁজে বের করা এবং ফলাফল বিষয়ে আলোচনা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩