মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ অপরাহ্ন
মো: জিসান রহাম, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ৫২ দফা সংস্কার প্রস্তাবনা ঘোষণা করেছে।
সংগঠনটির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম স্বাক্ষরিত প্রস্তাবনা সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।
এতে বলা হয়, জুলাই বিপ্লব ও গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়কে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষার প্রতিষ্ঠানে রূপান্তরিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
প্রস্তাবনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগকে আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য রেখে একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়নের দাবি জানানো হয়েছে। ফাইনাল পরীক্ষার পর ৬–৮ সপ্তাহের মধ্যে ফলাফল প্রকাশ, শিক্ষকদের মূল্যায়ন পদ্ধতি চালু, পরীক্ষায় ইউনিক কোড ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং প্রতিটি বিভাগীয় লাইব্রেরিতে পর্যাপ্ত বই সরবরাহের দাবি তোলা হয়। এছাড়া গবেষণায় পর্যাপ্ত বাজেট, শিক্ষাবৃত্তি ও সুদবিহীন শিক্ষাঋণ চালুর দাবি জানানো হয়েছে।
শিবিরের প্রস্তাবনায় উল্লেখ করা হয়, দীর্ঘ দুই যুগ পার হলেও মাভাবিপ্রবিতে কেন্দ্রীয় মসজিদ, আধুনিক অডিটোরিয়াম, খেলার মাঠ, পর্যাপ্ত ল্যাবরেটরি ও আবাসন ব্যবস্থা গড়ে ওঠেনি। দ্রুত এসব অবকাঠামো নির্মাণ ও সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি, শিক্ষার্থীদের জন্য উন্নতমানের ক্যাফেটেরিয়া, মেডিকেল সেন্টার, মানসিক স্বাস্থ্যসেবা ও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা হোস্টেল নিশ্চিত করার কথাও বলা হয়েছে।
প্রস্তাবনায় বিশেষভাবে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয় চত্বরে স্মৃতিস্তম্ভ ও স্মারক স্থাপনের দাবি জানানো হয়। প্রতি বছর ৩ আগস্ট ‘বিশ্ববিদ্যালয় মুক্ত দিবস’ হিসেবে পালন করারও প্রস্তাব আনা হয়।
শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক নেতৃত্ব বিকাশের জন্য বিশ্ববিদ্যালয় ও হল ছাত্রসংসদ নির্বাচন অবিলম্বে আয়োজনের দাবি জানায় সংগঠনটি। একইসাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ডিজিটালাইজেশন, নিয়োগে যোগ্যতার ভিত্তি, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ এবং ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখার আহ্বান জানানো হয়।
প্রস্তাবনায় পুরো ক্যাম্পাসকে সিসি ক্যামেরার আওতায় আনা, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, র্যাগিং ও যৌন হয়রানি প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এছাড়া ক্যাম্পাসজুড়ে ওয়াই-ফাই সুবিধা, পরিবেশবান্ধব আবাসন ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও বৃক্ষরোপণ কর্মসূচি চালুর কথাও বলা হয়েছে।
শিবিরের প্রস্তাবনায় কেন্দ্রীয় খেলার মাঠ সংস্কার, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠা এবং সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী বাসসংখ্যা বৃদ্ধি, সাশ্রয়ী ভাড়ায় শহরমুখী বাস চালু, উন্নতমানের ক্যাফেটেরিয়া, সুপেয় পানির ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত রান্নাঘর প্রতিষ্ঠার কথাও প্রস্তাবনায় উল্লেখ করা হয়।
শিবিরের দাবি, ৫২ দফা সংস্কার প্রস্তাবনা বাস্তবায়িত হলে মাভাবিপ্রবি বাংলাদেশের অন্যতম সেরা ও আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষ, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত হবে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩