শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাকসুর ভোট গণনা করতে এসে অসুস্থ হয়ে এক শিক্ষক মৃত্যু বরণ করেছেন। তার নাম জান্নাতুল ফেরদৌস মৌমিতা।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় জাকসুর নির্বাচন কমিশন কার্যালয়ে প্রবেশের সময় দরজার সামনে অচেতন হয়ে পড়ে যান তিনি। পরে এম্বুলেন্সে করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪২ তম আবর্তনের শিক্ষার্থী এবং বর্তমানে একই বিভাগের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী আল মাহাদি বলেন, সাড়ে ৮ টার দিকে ম্যাম ভোট গণনার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে আসেন।
এসময় তিনি দরজা খুলতে গেলে সেখানে অচেতন হয়ে পড়েন। পরে নারী শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
সেখান থেকে তার হাসবেন্ডের উপস্থিতিতে তাকে এনাম মেডিকেলে পাঠানো হয়।
তবে তিনি গতকাল রাতে নির্বাচনী কাজে দায়িত্বরত ছিলেন না। আজ সকালেই তিনি দায়িত্ব পালন করতে এসেছিলেন, কমিশন কক্ষে প্রবেশের পূর্বেই অচেতন হয়ে পড়ে যান।
উল্লেখ্য, জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে (শৃঙ্খলা:চিত্রকলা) প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩