বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোংলায় পশুর নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ময়মনসিংহ-৭ আসনে ছয় প্রার্থীর লড়াই

ববি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)র গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইনের জন্য ‘Unlocking Career Potentials’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং এমসিজে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এমসিজে স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম।

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান এবং ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সিভিল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় প্রথম স্থান অধিকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ মহসিন উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. ইসরাত জাহান। অনুষ্ঠানে অলোচনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ইমরান হোসেন এবং সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দীন।

আলোচক উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। তিনি বলেন, সাংবাদিকতা বিভাগে যারা পড়ে তারা কয়েকটি স্কিল বেশি অর্জন করে। এক্সট্রা কোয়ালিটি অর্জন করে যেগুলো অন্যবিভাগে পাবে না। এটাই আপনাদেরকে ক্যারিয়ারে এগিয়ে রাখবে। আপনার যোগাযোগ ও আপনার স্মার্টনেস কিছুটা এগিয়ে রাখবে ক্যারিয়ারে। তিনি আরও বলেন, পড়াশোনা একটি অভ্যাস এই অভ্যাসটা আপনাকে গড়ে তুলতে হবে জীবনে সফলতা অর্জনের জন্য।

হালিমাতুস সাদিয়া বলেন, “জীবনে উন্নতি করতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। এখানে যে মোটিভেশন দেয়া হচ্ছে তা হয়তো দুই-তিন দিনের বেশি স্থায়ী হবে না। আসলে নিজেকেই নিজেকে মোটিভেটেড রাখতে হবে। আমি নিজেকে পাঁচ বা দশ বছর পর কোথায় দেখতে চাই, তা আমাকেই ঠিক করতে হবে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, “মানুষ যা চায় তা নাও পেতে পারে, তবে মানুষ সেটাই পায় যার জন্য সে চেষ্টা করে।”

অনুষ্ঠানের সভাপতি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মে. ফরহাদ উদ্দীন বলেন, তোমাদের বিভাগের শিক্ষার্থীজীবনের এই সময়ে কীভাবে ভবিষ্যতে ক্যারিয়ার গড়ে তুলবে সেই বিষয়টি তোমাদের বোঝানোর জন্যই আজকের এই আয়োজন। আমরা আশাকরব তোমরা শিক্ষার্থী জীবন থেকেই নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হও এবং ভবিষ্যৎ জীবনে ভালোকিছু কর।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩