বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন
আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে “আইন বিতর্ক উৎসব-২০২৫”-এর পুরস্কার বিতরণ, দ্বিতীয় আন্তঃবিভাগ মুটকোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং ছাত্রকল্যাণ তহবিলের বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের পঞ্চম তলায় আইন ও বিচার বিভাগের মুটকোর্ট রুমে মুটকোর্ট সোসাইটি ও ল ডিবেটিং ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।
পুরস্কার ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদের যেমন সবার আগে প্রাধান্য দেই, তেমনি নজরুল বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীদেরও সবার আগে প্রাধান্য দেই। বর্তমান সমাজব্যবস্থায় দেশ আইনের শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। জনগণের ট্যাক্সের টাকায় পড়াশোনা করে জনগণকে অনেক কিছু দেওয়ার দায়িত্ব আমাদের রয়েছে। বিভাগের এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম চলমান থাকবে বলে আমি আশা করি। ডিবেট ও মুট যুক্তির খেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধারাবাহিকতা বজায় রাখবে।”
অ্যাডভোকেট তপন বিহারী নাগ ছাত্রকল্যাণ তহবিল থেকে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রত্যেককে ছয় হাজার টাকা করে মোট বাহাত্তর হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ১০ বিভাগের ১২টি দলের মধ্যে চ্যাম্পিয়ন টিম ডিবেটোক্র্যাটস (আইন ও বিচার বিভাগ) এবং রানার্সআপ টিম মুগ্ধ (অর্থনীতি বিভাগ)। ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হয়েছেন আব্দুল্লাহ ইশরাক লাবীব (ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ) ও নওরিন জাহান মৌ (অর্থনীতি বিভাগ)। আর ডিবেটর অব দ্য ফাইনাল হয়েছেন আলী আহসান তূর্য (আইন ও বিচার বিভাগ)।
একইসাথে চতুর্থ অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় আইন ও বিচার বিভাগের বিভিন্ন বর্ষের ৮টি দলের মধ্যে চ্যাম্পিয়ন টিম তুফান এবং রানার্সআপ টিম আগে নির্বাচন পরে ডিবেট। ডিবেটর অব দ্য টুর্নামেন্ট হয়েছেন মো. হাসিবুর রহমান, আলী আহসান তূর্য ও ফারুক আহমেদ জিসান। আর ডিবেটর অব দ্য ফাইনাল হয়েছেন আলী আহসান তূর্য।
এছাড়াও দ্বিতীয় অন্তঃবিভাগ মুটকোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, রানার্সআপ, বেস্ট মেমো, স্পিরিট অব দ্য মুট এবং বেস্ট ওরালিস্ট এর পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক মো. মনির আলম। সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধান মুহাম্মদ ইরফান আজিজ। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩