বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ( মাকসু) গঠনের দাবি দীর্ঘদিনের। অবশেষে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি আট সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটি মাকসু গঠনের লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণ এবং সুপারিশমালা প্রণয়নের কাজ করবে।
১০ সেপ্টেম্বর (বুধবার ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে গঠিত আট সদস্যবিশিষ্ট কমিঠি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক করা হয়েছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিনকে এবং সদস্যসচিব হিসেবে আছেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক এবং বিজিই বিভাগের অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম।
কমিটির অন্য সদস্যরা হলেন—অন্য সদস্যরা হলেন—বাকৃবির বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ও মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. শহীদুল হক, ইঞ্জিনিয়ারিং অনুষদ ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোঃ ইমাম হোসেন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. সাজ্জাদ ওয়াহিদ, সিপিএস বিভাগের অধ্যাপক ড. মোছাঃ নুরজাহান খাতুন, জননেতা আব্দুল মান্নান হল প্রভোস্ট অধ্যাপক ড. দেলোয়ার জাহান মলয়।
কার্যপরিধি
কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে গঠিত এ কমিটি তিনটি বিষয়ে কাজ করবে—
১. বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন ও অন্যান্য বিষয় পর্যালোচনা করণ।
২. কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের বিষয়ে মতামত প্রদানের সুপারিশ প্রেরণ।
৩. কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্র প্রণয়ন।
সদস্য সচিব ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, অতি শীঘ্রই এ কমিটি মাকসু গঠন সংক্রান্ত প্রতিবেদন দাখিল করবে। এ বিষয়ে অযথা সময় নষ্ট করা হবে না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতেই এ কমিটি গঠন করা হয়েছে। মাকসু প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি মাভাবিপ্রবির জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩