বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
রংপুরসহ আট বিভাগকে প্রদেশ ঘোষণার দাবি কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস চৌদ্দগ্রামে অর্থ আত্মসাতের ঘটনায় শিক্ষক নেতার বিদায় অনুষ্ঠানে যায়নি আমন্ত্রিত অতিথি কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের পবিপ্রবি শাখার নেতৃত্বে সাইদুর-জাফরিন চুনারুঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত আমতলীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত ট্রেজারার ভবন ‘কাজী কুঞ্জ’ উদ্বোধন তারেক রহমানের সাক্ষাতকার বড় পর্দায় প্রদর্শন করলেন ছাত্রদল নেতা তারিক খুবির সঙ্গে গবেষণা সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ জাপানি গবেষণা প্রতিষ্ঠানের রাজাপুরে সেলিম রেজা’র পক্ষ থেকে ৩১ দফার লিফলেট বিতরণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল নাসির নগরে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালিত পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য টিএসসি তে পর্দা কর্নার উদ্বোধন কুড়িগ্রামে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত এনসিপি কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ কুবিতে মেডিক্যাল সেবা চলবে রাত আটটা পর্যন্ত কুড়িগ্রামে কর্মসংস্থানের লক্ষ্যে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

ক্লিন ইমেজধারী আওয়ামী লীগ সমর্থকদের মনোনয়নের আশ্বাস দিলেন জাতীয় পার্টি

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা জানিয়েছেন, ক্লিন ইমেজধারী এবং সহিংসতা বা মামলাহীন আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টিতে যোগ দিতে আহ্বান জানানো হচ্ছে। এমন নেতাদের উপযুক্ত মনে হলে জাতীয় পার্টি থেকে নির্বাচনী মনোনয়নও দেওয়া হবে বলে তিনি মন্তব্য করেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মোস্তফা বলেন, আওয়ামী লীগের সমর্থক হলেও যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, যারা সহিংসতায় জড়িত নন, এবং আমাদের দৃষ্টিতে যোগ্য, তাদের কেন আমরা মনোনয়ন দেবো না? দল হিসেবে আমাদের ক্যান্ডিডেট সংকট রয়েছে, তাই এই প্রক্রিয়া চালু থাকবে।

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে। তবে দলের বাইরে থেকেও যদি আরও উপযুক্ত ও জনপ্রিয় প্রার্থী পাওয়া যায়, তাহলে তাকেও বিবেচনায় নেওয়া হবে।

ফরিদপুর, গোপালগঞ্জসহ কিছু এলাকায় আওয়ামী লীগের শক্তিশালী ভিত্তির কথা উল্লেখ করে মোস্তফা বলেন, এই জেলাগুলোতে যদি ভালো কোনো প্রার্থী জাতীয় পার্টিতে যোগ দেন, তাহলে আমরা তাকে মনোনয়ন দিতে প্রস্তুত আছি।

গণতন্ত্র রক্ষায় সব দলকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে মোস্তফা বলেন, যদি জাতীয় পার্টি নির্বাচনে না থাকে, তাহলে বিএনপির জন্যও রাজনৈতিক হিসাব কঠিন হয়ে পড়বে। কারণ তখন ইসলামী ঐক্যজোট, জামায়াতে ইসলামি, চরমোনাই, গণঅধিকার পরিষদের মতো দলগুলো একদিকে থাকবে, আর বিএনপি একা পড়ে যাবে।

তিনি মনে করেন, শুধুমাত্র পিআর পদ্ধতি (আনুপাতিক প্রতিনিধিত্ব) বাস্তবায়নের দাবিতে নির্বাচন বর্জন করা হলে, বিএনপি একঘরে হয়ে পড়বে, আর তাতে সুবিধা পাবে স্বাধীনতাবিরোধী শক্তিরা।

জাতীয় পার্টি নেতা বলেন,
বিএনপিকে বিপদে ফেলার জন্য জামায়াতে ইসলামীসহ কিছু দল নানা অজুহাত খুঁজছে। এর ফলে বিএনপির অবস্থান দুর্বল হতে পারে, যা জাতীয় রাজনীতির জন্য শুভ হবে না।

এই সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির, মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন, সহসভাপতি জাহিদুল ইসলাম, জেলা কমিটির সদস্যসচিব আব্দুর রাজ্জাক এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩