শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ববি ক্যাম্পাস জুড়ে জলাবদ্ধতায় নাকাল শিক্ষার্থীরা

 

আবদুল্লাহ আল শাহিদ খান, ববি প্রতিনিধিঃ

বর্ষা এলেই বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সামান্য বৃষ্টিতে একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন আশপাশসহ ক্যাম্পাস জুড়ে সকল সড়কগুলোতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিশেষ করে মূল ফটকের সামনে থেকে প্রশাসনিক ভবনের নিচতলার যাতায়েত পথটুকুতে হাটু সমান পানি থাকে। কেন্দ্রীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ক্যাম্পাসের ভিতরেও একই চিত্র দেখা যায়।

এতে শিক্ষার্থীদের নিয়মিত তীব্র ভোগান্তি পোহাতে হয় ।

শিক্ষার্থীরা অভিযোগ, প্রতি বছর বর্ষাকালে একই চিত্র দেখা গেলেও কোনো স্থায়ী সমাধান নেয় না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বরাবরই তারা নীরব ভূমিকায় থাকেন।

সরেজমিনে দেখা যায়, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বাধ্য হন জুতা হাতে নিয়ে প্যান্ট গুটিয়ে নোংরা পানির ভেতর দিয়ে ক্লাসে যেতে হয়। প্রবেশপথে জমে থাকা পানি ও ভাঙা রাস্তা শিক্ষার্থীদের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করে।

এ নিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী শহিদ আফ্রিদি বলেন, “ হালকা বৃষ্টিতেই ক্যাম্পাসের রাস্তাগুলোর বেহাল দশা হয়ে পড়ে । কিছু স্থানে হাঁটা তো দূরের কথা, কোথাও কোথাও পানি এতটাই বেশি যে, পা টেনে চলতে হচ্ছে, জুতা জামা ভিজে একাকার। যদি ড্রেনেজ ব্যবস্থা থাকতো বা রাস্তা উঁচু করা যেত, তবে শিক্ষার্থীদের এমন দুর্ভোগ পোহাতে হতো না। বিশেষ করে গ্রাউন্ড ফ্লোরের সামনের চিত্রটি, যেখানে প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাচল করে, এটি কোনো বিশ্ববিদ্যালয়ের চিত্র হতো পারে না, এসব জায়গা জলাবদ্ধতা নিরসন এখনই জরুরি।”

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জুবায়ের হোসেন প্রশ্ন রেখে বলেন, “জুতা হাতে ক্লাসে যাওয়া যেন আমাদের নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। এটা কি কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র হতে পারে?”

ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. তানভীর হোসেন আক্ষেপ করে বলেন, জ্ঞানচর্চার জন্য বিশ্ববিদ্যালয়ে এসে পানি ডিঙ্গিয়ে এভাবে ক্লাসে যাওয়ার পর অনুভব হয়, যেন আমরা জলাশয়ে এসে পৌঁছেছি। পানির মধ্য দিয়ে জুতা খুলে বা ভিজিয়ে ক্লাসে যাওয়ার দৃশ্য বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার বিষয়।” তিনি আরো বলেন, “প্রশাসনের কাছে বারবার দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এতে আমরা বারবার হতাশ হচ্ছি।”

জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপের বিষয় জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুরশীদ আবেদিন দায় সাড়া জবাবে বলেন, “উদ্যোগ নেয়ার বিষয়টি আমার কাজ নয় ।এ মুহুর্তে আমি একটা মিটিংয়ে আছি ।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩