রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ” পটুয়াখালীর দুমকিতে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন আটাপুর জামায়াতের উদ্যোগে পুলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত দুমকীতে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার নিকলীতে হাওরে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু ফেব্রুয়ারির প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন: রংপুরে সিইসি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার প্রতিবাদে চৌদ্দগ্রামে মানববন্ধন জাবিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত সাংবাদিক হত্যার প্রতিবাদে বাঘাইছড়িতে সাংবাদিক সমাজের মানববন্ধন ও বিক্ষোভ জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণার প্রতিবাদে গনতান্ত্রিক ছাত্রসংসদের জরুরি সংবাদ সম্মেলন নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণের সমাপনী বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু , বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে সাংবাদিক হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের মানববন্ধন জাবি ছাত্রদলের হল কমিটি ঘোষণা শিবগঞ্জে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২ চরপাড়া থেকে জামালপুর-ভর্তি জালিয়াতির জাল কই থামবে? জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন মোহনগঞ্জ সরকারি কলেজে ছাত্রদলের নতুন নেতৃত্ব কুড়িগ্রামে যৌথ সেনা অভিযানে এক মাদক কারবারী আটক মাদকাসক্ত ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন অতিষ্ঠ বাবা: দুমকিতে চাঞ্চল্য

কারমাইকেল শিক্ষার্থীদের ২১ দফা দাবিতে টানা আন্দোলন, প্রশাসনের আশ্বাসেও স্থির অবস্থান

 

আনোয়ারুল ইসলাম রনি, রংপুর প্রতিনিধিঃ

অবশেষে কারমাইকেল কলেজের আন্দোলন পৌঁছেছে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি-দাওয়ার বাস্তবতা সরেজমিনে দেখতেই সোমবার (২৪ জুন) দুপুরে কারমাইকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শনে যান সেনাবাহিনী, জেলা প্রশাসন এবং মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

এ সময় ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী কারমাইকেল কলেজের জিএল হোস্টেলে উপস্থিত হয়ে ছাত্রদের ডাইনিং থেকে খাবার পরখ করেন। খাবারের মান নিয়ে তাঁরা সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এর আগে, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঘন্টাব্যাপী আলোচনা করেন সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা। সেখানে শিক্ষার্থীদের ৩৭ দফা দাবি শোনেন এবং তারা শিক্ষার্থীদের দাবি পূরণে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কথা বলে সমাধানের আশ্বাস দেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, “আপনাদের দাবিগুলো যৌক্তিক। আমরা চেষ্টা করবো এগুলো বাস্তবায়নের পথ সুগম করতে।”

উত্তরের অক্সফোর্ডখ্যাত, ১০৮ বছরের ঐতিহ্যবাহী রংপুর কারমাইকেল কলেজ দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। দেশের অন্যতম প্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত একাডেমিক ভবন, আধুনিক অডিটরিয়াম, মানসম্মত আবাসিক সুবিধা কিংবা পর্যাপ্ত সংখ্যক শিক্ষক।

এই বাস্তবতায় কলেজের শিক্ষার্থীরা গত চারদিন ধরে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। ২১ দফা দাবির মধ্যে রয়েছে—

নতুন একাডেমিক ভবন নির্মাণ, আধুনিক অডিটরিয়াম ও মাল্টিমিডিয়া সুবিধা, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, আবাসিক হল সংস্কার ও সম্প্রসারণ, যাতায়াতের জন্য কলেজ বাস, ক্যাম্পাস নিরাপত্তায় স্থায়ী পুলিশ বক্স, নতুন বিভাগ চালু,নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ও স্যানিটারি এই সংকট নিরসনে শিক্ষার্থীরা পুনরায় আহ্বান জানিয়েছেন সরকারের শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে সরাসরি কলেজে এসে বাস্তব পরিস্থিতি পরিদর্শন করার জন্য। শিক্ষার্থীরা স্পষ্ট করে দিয়েছেন, শুধুমাত্র আশ্বাসে নয়, দৃশ্যমান পদক্ষেপেই তারা আন্দোলন স্থগিত করবেন।

চতুর্থ দিনে গড়ানো এই আন্দোলন এখন রংপুর ছাড়িয়ে জাতীয় পর্যায়ে আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। প্রশাসনের উচ্চপর্যায়ের এই সরেজমিন পরিদর্শন পরিস্থিতির গুরুত্বকেই ইঙ্গিত করে। এখন দেখার বিষয়—সরকার শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলোর দ্রুত বাস্তবায়নে কী পদক্ষেপ নেয়।

শিক্ষার্থীদের কণ্ঠে এখন একটাই সুর—”এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আর বঞ্চিত থাকবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরবো না।”

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩